কোহলি বনাম গাভাস্কার ও জেনারেশন গ্যাপ

ক্রিকেটাররাও তো রক্তমাংস গড়া মানুষ। নাকি, আমরা খেলার মাঠে তাঁদের অতিমানবীয় ক্রিকেট সত্ত্বা দেখি বলে তাঁদের মানব সত্ত্বাকেই অস্বীকার করি? আমরা ভুলেই যাই যে দিনশেষে তাঁরা আমাদের মতোই একজন। আমাদের যেমন রাগ, ক্ষোভ, অভিমান হয়, তাঁদেরও তো হয়। হয়তো তাঁদের স্টারডম অনুভূতি প্রকাশে বাঁধ সাধে। এবার আসি আসল কথায়। এতক্ষণ এই কথাগুলো বললাম সম্প্রতি বিরাট কোহলির করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের ক্রিকেটপাড়ায় তাঁকে নিয়ে যে সমালোচনার ঝড়ের বিষয়টি নিয়ে। বিরাট কোহলির বক্তব্যটি যে কেবল অভিমান থেকে উদগত তাতো সবারই বোধগম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link