কোহলি বনাম গাভাস্কার ও জেনারেশন গ্যাপ

তিনি আরও জানান কোহলি এখন দলে কেবল সাধারণ ক্রিকেটার হিসেবে আছেন। তাই এসব বাদ দিয়ে কোহলির উচিত হলো নিজের পারফরমেন্সের প্রতি জোর দেয়া। অবশ্য গাভাস্কার ১৯৮৫ সালে 'বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ' জেতার পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর তিনি যে কোহলির মতো কোন সহানুভূতিশীল বার্তা আশা করে বসে থাকেননি তাও উল্লেখ করতে ভুলেননি।

ক্রিকেটাররাও তো রক্তমাংস গড়া মানুষ। নাকি, আমরা খেলার মাঠে তাঁদের অতিমানবীয় ক্রিকেট সত্ত্বা দেখি বলে তাঁদের মানব সত্ত্বাকেই অস্বীকার করি? আমরা ভুলেই যাই যে দিনশেষে তাঁরা আমাদের মতোই একজন। আমাদের যেমন রাগ, ক্ষোভ, অভিমান হয়, তাঁদেরও তো হয়। হয়তো তাঁদের স্টারডম অনুভূতি প্রকাশে বাঁধ সাধে। এবার আসি আসল কথায়। এতক্ষণ এই কথাগুলো বললাম সম্প্রতি বিরাট কোহলির করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের ক্রিকেটপাড়ায় তাঁকে নিয়ে যে সমালোচনার ঝড়ের বিষয়টি নিয়ে। বিরাট কোহলির বক্তব্যটি যে কেবল অভিমান থেকে উদগত তাতো সবারই বোধগম্য।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...