ঐক্য ফিরেছে পাকিস্তান দলে?

সমস্যার যেন শেষ নেই পাকিস্তান ক্রিকেট দলের । একটা শেষ হয় তো আরেকটি সমস্যার আগমন। তাদের অন্যতম সমস্যা অভ্যন্তরীণ কোন্দল। তবে অভ্যন্তরীণ সব কোন্দল ভুলে এক হয়ে পাকিস্তানের জন্য খেলার আহবান করলেন শাহীন শাহ আফ্রিদি।

পাকিস্তানের পেস বোলিং সেনসেশন শাহীন শাহ আফ্রিদির কণ্ঠে শোনা গেলো দলগতভাবে খেলার সুর। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রাখে সবাইকে দেশের কথা ভেবেই খেলতে বলেন শাহীন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক পডকাস্টে শাহীন জানান মাঝে মধ্যে ছোটো খাটো সমস্যা দেখা যায়। এটা সত্য। তবে পাকিস্তান দলে এখনও রয়েছে একতা। এখনও সবাই দলের লক্ষ্যে স্থীর।

এই বিষয়ে শাহীন বলেন, ‘মাঝেমাঝে পরিবারে ছোটখাটো মতের অমিল হতে দেখা যায়। আমাদের দলও এর ব্যতিক্রম কিছু নয়। তবে আমরা একে অপরের কথা শুনি, অন্যরাও আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে থাকে।’

তাছাড়া, বিশ্বকাপে শাহীন তাদের পরিকল্পনা সম্পর্কে জানান, তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সবাই মিলে দলের জন্য খেলা। আর সেই লক্ষ্য অর্জনের পথে বাদ দেয়া হয়েছে অভ্যন্তরীণ সব কোন্দল।

দলের লক্ষ্য নিয়ে শাহীন বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে দলগত পারফরম্যান্স অক্ষুন্ন রাখা। তাছাড়া এখন আর  তর্ক-বিতর্কের সময় নেই। কেননা সবাই নিজেকে একই লক্ষ্যে খেলতে দেখতে চায়।’

জানিয়ে রাখা ভালো আগামী ২২ মে থেকে পাকিস্তান আর ইংল্যান্ডের মাঝে চার ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আবার বিশ্বকাপে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে  আগামী ৬ জুন।

চোখে-মুখে এখন বিশ্বকোপ ছোয়ার স্বপ্ন এই বাঁ-হাতি বোলারের। যদিও বিশ্বকাপের আগেই হারিয়েছেন পাকিস্তানের অধিনায়কত্ব। তবে এটা নিয়ে আক্ষেপ নেই তাঁর। পাকিস্তানের জন্যে এখন বিশ্বকাপের শিরোপা এনে দিতে মরিয়া শাহীন আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link