মিরপুরের মন্থর উইকেটই বিশ্বকাপ ব্যর্থতার নেপথ্যে

নিজের অভিজ্ঞতা থেকে তিনি সাফ বলে দিয়েছেন, মিরপুরে এমন উইকেটে বাংলাদেশ দল খেলে যেখানে রান করা মোটেই সহজ নয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ শোয়েব মালিক। গেল আসরেও ছিলেন রংপুর রাইডার্স দলে। কয়েক ম্যাচে অধিনায়কত্বও করেন। ফলে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের ব্যাপারে তিনি ভাল ধারণা রাখেন।

আর বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পেছনে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক দুষলেন মিরপুরের উইকেটকেই। নিজের অভিজ্ঞতা থেকে তিনি সাফ বলে দিয়েছেন, মিরপুরে এমন উইকেটে বাংলাদেশ দল খেলে যেখানে রান করা মোটেই সহজ নয়।

তিনি মনে করেন, লো-স্কোরিং উইকেটে খেলার অভ্যাস বাংলাদেশ দলের উন্নতির অন্তরায়। বললেন, ‘‘বাংলাদেশ যে সিরিজগুলো জিতেছে, সব ক’টিই ছিল লো স্কোরিং। তাদের স্পিনারদের পরিসংখ্যান দেখলে বিষয়টা নজরে আসে।’

শোয়েব মালিকের দাবি, এই কৌশল অবলম্বন করে একটা সময় বিপদে পড়েছিল পাকিস্তান দলও। তিনি বলেন, ‘এই ঘটনা কিন্তু আমাদের সঙ্গেও হয়েছিল। একসময় আমাদের ঘরোয়া ক্রিকেটে শুধু পেস–সহায়ক উইকেট বানানো হতো। তাতে ১৪০–এর বেশি গতিতে বোলিং করা পেসার আসা অনেকটাই কমে গিয়েছিল। এর ফলে স্পিনাররাও কম আসতে শুরু করে। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা এমন। তাদের মিরপুর এমন একটা মাঠ যেখানে রান করা মোটেই সহজ নয়।’

আরেক সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক সমস্যা দেখছেন বাংলাদেশের টপ অর্ডারে। তিনি মনে করেন, আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে বাংলাদেশের টপ অর্ডারকে।

বললেন, ‘‘দায়িত্ব নিতে হবে। ৩০-৪০ করলে আপনার দল জিতবে না। টপ অর্ডারের চারজনের থেকে সেঞ্চুরি আসতে হবে, সেটা হচ্ছে না। এটাই বাংলাদেশের সমস্যা।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...