অ্যাঙ্কর রোলে ঘোর আপত্তি রোহিত শর্মার

টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলার প্রায় দেড় যুগ হতে চলল। এই দেড় যুগে প্রায়শই বদলেছে টি-টোয়েন্টি খেলার ধরণ। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটটা হয়েছে আরো বেশি আক্রমণাত্মক, সেটা ব্যাটিং বা বোলিং দুই দিক থেকেই।

টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলার প্রায় দেড় যুগ হতে চলল। এই দেড় যুগে প্রায়শই বদলেছে টি-টোয়েন্টি খেলার ধরণ। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটটা হয়েছে আরো বেশি আক্রমণাত্মক, সেটা ব্যাটিং বা বোলিং দুই দিক থেকেই। টি-টোয়েন্টি ক্রিকেটের এই পালাবদলটা অনুভব করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেটে ‘অ্যাঙ্কর রোল’ ধারণারই কোনো স্থান নেই,এমনটাই মনে করেন রোহিত।

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যাঙ্কর রোল নিয়ে আলোচনা সমালোচনা চলে অনেক। দ্রুত কয়েকটি উইকেটের পতন ঘটলে এক প্রান্তে যেকোনো একজন ব্যাটার উইকেট ধরে খেলবেন, এমন চল ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের গোড়ার দিকটায়। তবে দিন যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন আক্রমণ ছাড়া অন্য কোনো কিছু যেন ভাবারই সুযোগ নেই ব্যাটারদের।

রোহিত শর্মা ও তুলে আনলেন এই বিষয়টিকেই। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘আমার মতে, এখন আর অ্যাঙ্কর রোলের কোনো স্থান নেই। এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটটা এভাবেই খেলা হয় যদি না আপনার ২০ রানে তিন বা চার উইকেট পড়ে যায়। এটা আপনার প্রতিদিন ঘটবে না।’

সময়ের সাথে সাথে ব্যাটারদের মানসিকতা পরিবর্তনের দিকেও খেয়াল রাখতে হবে বলে মনে করেন রোহিত, ‘যদি আপনি আপনার মানসিকতা পরিবর্তন না করেন তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। আপনার প্রতিপক্ষ তখন খেলাটা নিয়ে আলাদা ভাবে চিন্তা করে তাদের খেলাকে পরের ধাপে নিয়ে যাবে।’

টি-টোয়েন্টিতে সফলতা পেতে হলে দলের সব ব্যাটারকেই তাদের নিজ নিজ ভূমিকা ঠিকঠাক ভাবে পালন করতে হবে বলে মনে করেন রোহিত, ‘আমার মতে, যদি আপনি বড় স্কোর পান তাহলে তো ভালো কিন্তু আপনি যদি ৩০-৪০ রানও করেন ১০,১৫ কিংবা ২০ বলে সেটিও খুব ভালো কারণ আপনি তখন দলে নিজের ভূমিকাটা পালন করলেন। খেলাটা এখানেই অনেক বদলে গেছে।’

আইপিএলের সফলতম দল রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত পাঁচ বার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। এমন সাফল্যের কারণ হিসেবে ফ্রাঞ্চাইজিকেই কৃতিত্ব দিলেন রোহিত। অনেক বড় বড় তারকা দলে থাকলেও ফ্রাঞ্চাইজির খেলোয়াড়দের গড়ে তোলা এবং প্রস্তুত করার প্রক্রিয়াকেই বড় করে দেখছেন রোহিত।

রোহিত বলেন, ‘এটা তারকায় ভরা একটা দল। কিন্তু এটি সম্ভব হয়েছে কারণ ফ্রাঞ্চাইজি এর পেছনে কাজ করেছে। এসব খেলোয়াড়রা বড় একটা পুলের অংশ। এছাড়াও ফ্রাঞ্চাইজি বুমরাহ ও অক্ষর প্যাটেলের মত প্রতিভাদের খুঁজে বের করেছিল।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...