বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্টে তৃতীয় হারের শিকার মিনিস্টার গ্রুপ ঢাকার ঢাকার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লো-স্কোরিং ম্যাচে অপু-তাসকিনদের দাপুটে বোলিংয়ে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে সিলেট সানরাইজার্স।
মাত্র ১০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২১ রান তুলে সিলেটের দুই ওপেনার। এরপর দলীয় ২১ রানে মাশরাফি মুর্তজার শিকার হয়ে ব্যক্তিগত ২১ বলে ১৬ রানে ফিরেন লেন্ডল সিমন্স। দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল হক বিজয়ের সাথে ৩৮ রান যোগ করে ম্যাচে জয়ের ভীত গড়ে দেন মোহাম্মদ মিঠুন। এরপর দলীয় ৫৯ রানে ব্যক্তিগত ১৫ বলে ১৭ রানে আউট হন মিঠুন।
তবে বাকি পথটা সিলেট সহজেই পাড়ি দেয় বিজয় ও কলিন ইনগ্রামের ব্যাটে চড়ে। দলীয় ৯৯ রানে জয়ের থেকে মাত্র ২ রান দূরে থাকতে ব্যক্তিগত ৪৫ রানে ফিরেন বিজয়। তবে ইনগ্রামের অপরাজিত ১৯ বলে ২১ রানে ৭ উইকেটের জয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পায় সিলেট সানরাইজার্স। ৪০২ দিন পর প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরে চার ওভারে বোলিং করে ২১ রান দিয়ে দুই উইকেট নেন মাশরাফি।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ঢাকা। দলীয় ৯ রানেই আউট দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শাহজাদ। এরপর দ্রুতই জহুরল ইসলাম ফিরলে মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা। চতুর্থ উইকেটে নাইম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪০ রানের জুটি দলকে বিপর্যয় কাটাতে সাহায্য করে।
এরপরই দলীয় ৫৭ রানে নাইমের ৩০ বলে ১৫ রানের কচ্ছপ গতির ইনিংস শেষ হয় নাজমুল অপুর বলে। একই ওভারে রানের খাতা খোলার আগের আউট আন্দ্রে রাসেলও। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে তখন বিপর্যয়ে ঢাকা। এরপর একপ্রান্ত আগলে রাখা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৩৩ রানের অসাধারণ ইনিংস শেষে ফিরলে ৬৬ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে।
সপ্তম উইকেটে মাশরাফি মুর্তজা ও শুভাগত হোমের ২০ রানের জুটি আশা জাগালেও ১৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে মাত্র ১০০ রানেই গুড়িয়ে যায় ঢাকার ইনিংস। শুভাগত হোম করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বলে ২১ রান। সিলেটের পক্ষে নাজমুল অপু সর্বোচ্চ চারটি ও তাসকিন আহমেদ শিকার করেন তিন উইকেট।
- সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১০০/১০ (১৮.৪ ওভার); মাহমুদউল্লাহ ৩৩ (২৬), শুভাগত ২১ (১৬), নাইম ১৫ (৩০); নাজমুল ৪-১-১৮-৪, তাসকিন ২.৪-০-২২-৩, গাজী ৪-১-১৭-১।
সিলেট সানরাইজার্স – ১০১/৩ (১৭ ওভার); বিজয় ৪৫ (৪৫), ইনগ্রান ২১ (১৯)*, মিঠুন ১৭ (১৫), সিমন্স ১৬ (২১); মাশরাফি ৪-০-২১-২, মুরাদ ৪-০-৩১-১।
ফলাফল: সিলেট সানরাইজার্স ৭ উইকেটে জয়ী।