তিন ভাই, এক উপমহাদেশ

দুই ভাই ইংলিশ ক্রিকেটার, গায়ে জড়িয়েছেন ইংল্যান্ডের জার্সি। তবে বেন কারানের পথ বেঁকে গেছে ভিন্ন দিকে। জন্ম ইংল্যান্ডে হলেও, ইংল্যান্ড নয়—গায়ে জড়িয়েছেন জিম্বাবুয়ের জার্সি।

ক্রিকেট বিশ্বে তিন ভাইয়ের একসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো বিরল ঘটনা। কিন্তু কারেন পরিবার তৈরি করলো নতুন দৃষ্টান্ত। ইংল্যান্ডের স্যাম কারেন, টম কারেন এবং জিম্বাবুয়ের হয়ে খেলা বেন কারেন—তিনজনই বর্তমানে রয়েছেন উপমহাদেশে, খেলছেন তিন ভিন্ন দল ও ভূমিকায়।

স্যাম কারান এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। বল কিংবা ব্যাট হাতে দলের প্রয়োজনে সবকিছুতেই পারদর্শী ইংলিশ এই অলরাউন্ডার।

অন্যদিকে, টম কারেন আছেন পাকিস্তান সুপার লিগে। শাহীন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সে আছেন এই অলরাউন্ডার। একই দলে আছেন বাংলাদেশের রিশাদ হোসেন। এখনও অবশ্য দলের হয়ে মাঠে নামতে পারেননি টম।

তবে সবচেয়ে চমকপ্রদ গল্পটা বেন কারেনকে ঘিরেই। দুই ভাই ইংলিশ ক্রিকেটার, গায়ে জড়িয়েছেন ইংল্যান্ডের জার্সি। তবে বেন কারানের পথ বেঁকে গেছে ভিন্ন দিকে। জন্ম ইংল্যান্ডে হলেও, ইংল্যান্ড নয়—গায়ে জড়িয়েছেন জিম্বাবুয়ের জার্সি।

মূলত বেন-স্যাম আর টমের বাবা কেভিন কারেন একটা সময় খেলেছেন এই জিম্বাবুয়ের হয়েই। ১৯৮৩ এবং ১৯৮৭ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন এই অলরাউন্ডার। বাবার স্মৃতিকে সম্মান জানাতেই, বাবার পুরনো জার্সিটা ধারণ করেছেন বেন।

জিম্বাবুয়ে দলে তাঁর ভূমিকা ব্যাটসম্যান হিসেবেই। অভিষেকের পর থেকেই দারুণ সার্ভিস দিচ্ছেন দলকে। আর এবার সেই জিম্বাবুয়ের হয়েই খেলবেন বাংলাদেশের বিপক্ষে। দুই টেস্টের সিরিজ খেলতে বর্তমানে তিনি অবস্থান করছেন বাংলাদেশেই।

তিন ভাই, তিন পথ—কিন্তু সবাই এখন উপমহাদেশের আঙিনায়। স্যাম-টম-বেন—তিন ভাই ভিন্ন ভিন্ন জায়গায় জানান দিচ্ছেন তাদের অস্তিত্ব।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link