টানা তিন সেঞ্চুরি – সেটাও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। কতটা বিধ্বংসী হলে একজন ব্যাটার এমন অতিমানবীয় ব্যাটিং করতে পারেন।
বিধ্বংসী সেই ব্যাটারের নাম তিলক ভার্মা। ক্যারিয়ারে এতটা সোনালি সময় এর নিশ্চয়ই কখনও আসেনি তাঁর জীবনে। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির পর এবার তিনি সেঞ্চুরি করেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।
হায়দ্রাবাদ অধিনায়ক তিলক ৬৭ বলে ১৫১ রানের ইনিংস খেলেছেন ১৪ চার ও ১০ ছয়ের সুবাদে। স্ট্রাইক রেট ২২৫.৩৭! তিলক বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিন টি-টোয়েন্টি ইনিংসে সেঞ্চুরি করলেন।
নারী বা পুরুষ কোনো ক্রিকেটেই এই ঘটনার কোনো দ্বিতীয় নজীর নেই। সেঞ্চুরির এই যাত্রা তিলকের শুরু হয় দক্ষিণ আফ্রিকায়।সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে তিলক অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেছিলেন।
এরপর চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে জোহানেসবার্গে তিলকের ব্য়াট থেকে এসেছিল অপরাজিত ১২০ রান। প্রথম দুই ম্যাচে অপরাজিত থাকলেও মেঘালয়ের বিপক্ষে এই ম্যাচে আর অপরাজিত থাকতে পারেননি।
তবে, এর পথে আরেকটা রেকর্ডও গড়ে ফেলেছেন। শ্রেয়াস আইয়ারকে ছাড়িয়ে ভারতীয় হিসেবে টি-টোয়েন্টির সেরা ইনিংসের মালিক এখন তিলক। এর আগে ১৪৬ রানের ইনিংস খেলেন শ্রেয়াস, ২০১৯ সালে। সেটাও এই সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই।
জানিয়ে রাখা ভাল, তিলকের রেকর্ডের দিনে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪৮ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে মেঘালয় ৬৯ রানে গুটিয়ে যায়। আর তাতে ১৭৯ রানের বিশাল জয় পায় তিলক ভার্মার দল।