দায়িত্বে টনি হেমিং, হুমকির মুখে গামিনির ভবিষ্যৎ!

দুুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ( বিসিবি) ফিরছেন কিউরেটর টনি হেমিং। তবে এবার আরও বড় ভূমিকায়, বিসিবির টার্ফ ম্যানেজম্যান্ট উইংয়ের প্রধান হিসেবে । দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর উইকেট এবং  আউটফিল্ডের দেখভালের দায়িত্ব থাকছে তাঁর কাঁধে। তাই তো প্রশ্নের জায়গাটা, কি হবে গামিনি ডি সিলভার ভবিষ্যৎ?

দুুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ( বিসিবি) ফিরছেন কিউরেটর টনি হেমিং। তবে এবার আরও বড় ভূমিকায়, বিসিবির টার্ফ ম্যানেজম্যান্ট উইংয়ের প্রধান হিসেবে । দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর উইকেট এবং  আউটফিল্ডের দেখভালের দায়িত্ব থাকছে তাঁর কাঁধে। তাই তো প্রশ্নের জায়গাটা, কি হবে গামিনি ডি সিলভার ভবিষ্যৎ?

গত বছর হঠাৎ করেই বাংলাদেশ থেকে চলে যান হেমিং। গুন্জন ছিল বনিবনা না হওয়ায় বিসিবি ছাড়েন তিনি। তবে নতুন করে আবারও দায়িত্বে ফিরছেন তিনি। এবার বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করবেন।

বিসিবির এক পরিচালক বলেন, ‘হেমিংয়ের সঙ্গে চুক্তি হয়েছে। মূলত সব কিউরেটরদের শেখাবেন তিনি। এছাড়া হেড অফ টার্ফ ম্যানজম্যান্ট উইংয়ের দায়িত্ব পালন করবেন হেমিং, প্রশিক্ষণ দেবেন বিসিবির চারজন মৃত্তিকা বিজ্ঞানিকে।’

হেমিংয়ের ফেরায় মিরপুরের অঘোষিত রাজা গামিনির রাজত্ব নিয়ে সংশয় জেগেছে। এ নিয়ে বিসিবির এক পরিচালক বলেন, ‘সবাইকে এখন  থেকে তাঁর কাছে রিপোর্ট করতে হবে। যে করবে না, সে থাকবে না।’

পিচ কিউরেটর হিসেবে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে  টনি হেমিংয়ের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একাডেমি, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের দায়িত্ব সামলেছেন বেশ শক্ত হাতে। এছাড়াও অভিজ্ঞতার ঝুলি আরও বেশ কিছু জায়গায় কাজে লাগিয়েছেন পরামর্শক হিসেবে।

তাই তো তাঁর আগমন নিয়ে সরগোল পড়েছে দেশের ক্রিকেট পাড়ায়। আশঙ্কা জেগেছে গামিনির একছত্র আধিপত্য নিয়ে। হেমিংয়ের হাতে বাংলাদেশের উইকেট উন্নত হবে কি? এখন অপেক্ষাটা সেটা দেখার।

Share via
Copy link