বাবর আজম স্পেশাল

২০১৫ সালে ওয়ানডে ও ২০১৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন। তবে মাত্র পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই চলে গিয়েছেন অনন্য উচ্চতায়। এইবছরও আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন দারুণ সময়। এই বছর স্মরণীয় কিছু ইনিংসও খেলেছেন। ২০২১ সালে বাবর আজমের স্পেশাল ইনিংস গুলো নিয়েই এই তালিকা।

বিশ্বক্রিকেটে এই মুহূর্তে রাজত্ব করছেন এমন ব্যাটসম্যানদের তালিকা করলে বাবর আজমকে রাখতেই হবে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই রান করে যাচ্ছেন সমানতালে। বিশেষ করে তাঁর ব্যাটিং করার ধরণ, ধারাবাহিকতা ও ক্রিকেটীয় মেধা তাঁকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গিয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন খুব বেশি সময় হয়নি।

২০১৫ সালে ওয়ানডে ও ২০১৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন। তবে মাত্র পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই চলে গিয়েছেন অনন্য উচ্চতায়। এইবছরও আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন দারুণ সময়। এই বছর স্মরণীয় কিছু ইনিংসও খেলেছেন। ২০২১ সালে বাবর আজমের স্পেশাল ইনিংস গুলো নিয়েই এই তালিকা।

  • বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ

এইবছর টি-টোয়েন্টি ক্রিকেটই বেশি খেলেছে দলগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যেও দলগুলো একে অপরের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তবে এবছর টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ ছিল বোধহয় এটিই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ভারতের বিপক্ষে নিজেকে আরেকবার প্রমাণ করলেন। ভারতের দেয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহম্মদ রিজওয়ানের সাথে দারুণ এক জুটি গড়েন। দুজনই অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এসেছেন। বাবর আজমের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৬৮ রান।

  • ইংল্যান্ডের মাটিতে

এবছরের মাঝামাঝি সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছিল পাকিস্তান। সেই সফরে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে নিজের ক্যারিশমা আরেকবার দেখান বাবর আজম। সেই ইনিংসে প্রথম ১৪ বলে কোন রান করতে পারেননি। তবে এরপর ১৫ তম বলে বাউন্ডারি মেরে শুরু করেন। সেই ইনিংস গিয়ে থেমেছিল ১৫৮ রানে। ১৩৯ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেছেন।

  • মিশন দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের মাটিতে সেই ইনিংস খেলার আগেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে আরেকটি ম্যাজিকাল ইনিংস খেলেছিলেন এই ব্যাটসম্যান। তাও সিরিজ বাঁচা মরার ম্যাচে এমন একটি ইনিংস খেলে পুরো বিশ্বকেই চমকে দিয়েছেন বাবর।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তখন ১-১ এর সমতা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে ২০৩ রানের বিশাল টার্গট দেয়। তবে জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম একাই করেন ১২২ রান। মাত্র ৫০ বলের সেই ইনিংসে তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট ছিল ২০৬.৭৭।

  • সাদা পোশাকেও রঙিন

তিন ফরম্যাটেই একইরকম সফল ও কার্যকর ব্যাটসম্যান বাবর আজম। তবে এবছর টেস্ট ক্রিকেটে নিজের সেরা সময় পার করতে পারেননি। অবশ্য এবছর খুব বেশি টেস্ট খেলারও সুযোগ পাননি। মাত্র ৮ টি টেস্ট খেলে করেছেন ৪১৬ রান।

তবে, ফেব্রুয়ারিতে দলের জন্য দারুণ কার্যকর এক ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৭ রান।

  • আবারো প্রোটিয়া বধ

দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন এবছর। দক্ষিণ আফ্রিকা সফরের রান করার পরেই বিরাট কোহলিকে পিছনে ফেলে আইসিসি র‍্যাংকিং এর এক নম্বরেও উঠে এসেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ এক ইনিংস খেলেছিলেন।

প্রোটিয়াদের দেয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিজের ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি করেন বাবর। ১০৩ রানের সেই ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...