পাশাপাশি দুই দেশ, দুটি আলাদা লিগ, দু’জন ভিন্ন পারফরমার —তবে মিল একটাই, নাম আর পারফরম্যান্স! ১৯ এপ্রিলের রাত যেন ছিল আব্দুল সামাদদের জন্যই। একদিকে আইপিএলে ঝড় তুললেন ভারতের আব্দুল সামাদ, আর ঠিক অন্যদিকে পিএসএলে বাজিমাত করলেন পাকিস্তানের আব্দুল সামাদ।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ। অন্য ব্যাটাররা রান তুলতেই যখন খাবি খাচ্ছিলেন, আব্দুল সামাদ তখন ক্রিজে আসলেন, দেখলেন আর জয় করলেন। ৩০০ স্ট্রাইক রেটে ১০ বলে করেন ৩০ রান। ছিল না চারের মার, ছয় হাকিয়েছেন চারটি।
যারা ম্যাচটি দেখেছেন তারা জানেন, এই ছোট ইনিংসের গুরুত্ব। একজন পারফেক্ট ফিনিশার যেমন শেষ করে, সামাদ যেন সেভাবেই শেষ করেছেন, সাহায্য করেছেন দলকে বড় সংগ্রহ এনে দিতে।
এক সামাদ যখন আইপিএলে ঝড় তুলছেন, অন্যদিকে পিএসএলে তখন তাণ্ডব চালাচ্ছেন আরেক সামাদ। পেশোয়ার জালমির এই ব্যাটার যেন মুলতান সুলতানসের বোলারদের জন্য যমদূত হয়ে এসেছিলেন। তার ১৪ বলে ৪০ রানের ইনিংসে স্ট্রাইক রেট ছিল ২৮৫.৭১। চারটি চার এবং তিনটি ছক্কায় মাতিয়েছেন রাওয়ালপিন্ডির দর্শকদের।
দুই দেশের দুই তারকা যেন ঝড় তোলার প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিলেন এদিন। তাই তো ক্রিকেটের মিরাকল মিল করিয়ে দিয়েছে এই দুই ব্যাটারকে। ভিন্ন দেশ, ভিন্ন জার্সি, তবুও যেন এক সুরে বাজলো দুই সামাদের দুই ব্যাট।
কেউ যদি প্রশ্ন করে—ক্রিকেটে কি এখনো ম্যাজিক আছে? তবে ১৯ তারিখের রাতের দিকে তাকালেই মিলবে উত্তর। দুই সামাদের ব্যাটিং যেন প্রমাণ করে দিল, ক্রিকেট শুধু খেলা নয়, মাঝে মাঝে সেটা হয় কবিতা, কখনও গল্প, কখনও বা বিস্ময়।