বৃষ্টি কিংবা ভেজা আউটফিল্ডের কারণে ক্রিকেট ম্যাচ থেমে থাকতে দেখেছে দর্শকরা। এছাড়া ক্রিকেটারদের গুরুতর ইনজুরির কারণেও কখনো কখনো সাময়িক সময়ের জন্য খেলা থামিয়ে রাখা হয় – বলতে গেলে, এসব কিছু ক্রিকেট বিশ্বের নিয়মিত ঘটনা।
তবে এবার দেখা মিলল ভিন্ন কিছুর,অদ্ভুত এক কারণে ক্রিকেটারদের কিছুক্ষণ বিরত থাকতে হল ব্যাট বলের লড়াই থেকে। আর সেই কারণটি হলো থার্ড আম্পায়ারের অনুপস্থিতি।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার চলমান টেস্টে ঘটেছে এমনটি, লাঞ্চ ব্রেক শেষে মাঠে আসার জন্য লিফটে উঠেছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। কিন্তু লিফট হুট করেই আটকে যায়, ফলে ওখানে বন্দী হয়ে যান এই আম্পায়ার।
নিয়মানুযায়ী ১.২৫ এ দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মাঠের দুই আম্পায়ারকে জানানো হয় যে তৃতীয় আম্পায়ার এখনো নিজের আসনে বসতে পারেননি। বাধ্য হয়ে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে অপেক্ষা করতে হয় খানিকটা সময়।
পরবর্তীতে চতুর্থ আম্পায়ার পিল গিলেস্পি অবশ্য সাময়িক ভাবে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব নেন এবং খেলা শুরু হয়। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর হাত নাড়তে নাড়তে ছুটে আসেন ইলিংওয়ার্থ। যদিও ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হাস্যকর এই ঘটনা।
ক্রিকেট অস্ট্রেলিয়া নিজের এক্স (টুইটার) একাউন্টে লিখে, ‘থার্ড আম্পায়ার লিফটে আটকা পড়ায় খেলা বিলম্বিত হচ্ছে।‘ সেটার বিপরীতে এমসিজি আবার ‘সরি’ লিখেছে।
শুধু আম্পায়ার নন, লিফটে আটকা পড়েছিলেন চ্যানেল সেভেনের উপস্থাপিকা মেল ম্যাকলালিন। তাঁর মাধ্যমেই জানা যায় যে, লিফট থেকে তাঁদের বের করতে অন্তত দশ মিনিট লেগেছে।
সবমিলিয়ে বেশ চাঞ্চল্যময় সময় কেটেছে মেলবোর্নে; একদিকে নতুন বল হাতে ত্রাস ছড়িয়েছেন শাহীন শাহ আফ্রিদিরা অন্যদিকে, লিফট কান্ড জন্ম দিয়েছে হাস্যরসের।