বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেঞ্চুরি পেয়েছিলেন। সেই ছন্দ টেনে এনেছিলেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। হাঁকিয়েছিলেন শতক। আর সেখান থেকেই নিজের একটা পরিচিতি পেয়েছিলেন উসমান খান।
সবাই ভেবে বসেছিল, এবার বুঝি পাকিস্তান নির্বাচকদের রাডারে থাকবেন ডানহাতি এ ওপেনার। কিন্তু তেমন কিছুই হয়নি। নির্বাচকদের আড়ালেই থেকে গিয়েছেন উসমান।
আর ব্রাত্য থাকার এই অভিমানেই এবার রীতিমত আক্ষেপ ঝেড়েছেন উসমান খান। জন্মভূমি পাকিস্তান নয়, এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি। সেই স্বপ্নে তিনি জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে প্রতিভার স্বাক্ষর রাখার কথাও জানিয়েছেন অকপটে।
পাকিস্তানের এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এ ওপেনার বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলা এখন আর আমার স্বপ্ন নয়। আমি সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে চাই। এটার জন্য আমি পরিশ্রম করছি। একদিন আমি পাকিস্তানের বিপক্ষে খেলতে চাই। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন আমি পাকিস্তানকে আমার প্রতিভাটা দেখাতে পারবো।’
মূলত পাকিস্তানে সুযোগ পাচ্ছেন না বলেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন উসমান খান। এখন মূলত তিনি আরব আমিরাতের জাতীয় দলে সুযোগ পেতেই মরিয়া। পাকিস্তানের আশা ছেড়ে দিয়েছেন তিনি
বললেন, ‘পাকিস্তানে বোধহয় কেউ আমাকে বিবেচনা করছে না। সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম বহুদিন। কিন্তু সেই সুযোগটা আর পাচ্ছি না। তাই আমি অন্য কোথাও যেতে চাচ্ছিলাম অনেক দিন ধরেই। আমি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি। এখানে এসে অনেক পরিশ্রম করছি। দেখা যাক, ঠিক কবে আমি ওদের হয়ে খেলার জন্য যোগ্য হই।’
যে কোনো দেশের হয়ে খেলার ক্ষেত্রে আইসিসি’র নিয়ম বলে, যে দেশের হয়ে একজন খেলবেন, তাঁকে ঐ দেশের তিন বছরের বাসিন্দা হতে হবে। আগেই সংযুক্ত আরব আমিরাতে দুই বছর কাটানোয় এ বছর শেষেই উসমান দেশটির হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।
এ বছরের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন উসমান খান। আর এ টুর্নামেন্টেই খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৩ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে সর্ব প্রথম লাইমলাইটে আসেন।
এরপর মার্চে অনুষ্ঠেয় পিএসএলে মুলতান সুলতানের হয়ে ৪৩ বলে ১২০ রানের ঝড়ো এক ইনিংস খেলেছিলেন তিনি। এ দুটো ইনিংসই মূলত উসমান খানকে টি-টোয়েন্টি ক্রিকেট শক্ত ভিত গড়ে দেয়।
কিন্তু তারপরও পাকিস্তান দলে সুযোগ আসছিল না। সাথে বয়সটাও বাড়ছিল। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার গড়ার পথে তাই শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নিলেন উসমান খান।
যদিও, আন্তর্জাতিক ক্রিকেটে সংযুক্ত আরব আমিরাতের নিজেদের পায়ে মাটির তলায় শক্ত হয়নি। এবারের এশিয়া কাপেও অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দলটা।