ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও প্রথম টেস্টে অবিশ্বাস্য ভাবে হেরে গিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের উইকেটে প্রত্যাশা পূরন করতে পারেননি স্বাগতিক স্পিনাররা। বাংলাদেশের স্পিনারদের হতাশ করে পঞ্চম দিনের প্রথম দুই সেশনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সফরকারীরা।
চোটের কারণে যদিও দলের সেরা স্পিনার সাকিব ছিলেন না; তবুও স্পিনারদের এমন মলিন পারফরমেন্সে তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিশেষজ্ঞরা। ম্যাচ শেষে বোলারদের আগলে রেখে অধিনায়ক মমিনুল হক জানিয়েছিলেন চার দিনের প্রস্তুতি ম্যাচ ছাড়া খেলতে নেমেই এমন দশা হয়েছে তাদের। আর আজ বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন স্পিন বোলিং কোচ না থাকার কারণেই মলিন ছিলো স্পিনারদের পারফর্ম।
বিশ্ব জুড়ে করোনার কারণে চলতি সিরিজে দলের সাথে যোগ দেননি স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরি যদি বাংলাদেশে আসতো তাহলে সিরিজ শেষে নিউজিল্যান্ডে ফিরে গিয়ে সরকারের নিয়মানুযায়ী নির্দিস্ট হাসপাতালে ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকতে হতো তাঁকে। মূলত এই করোনা ইস্যুর কারনেই স্পিন বোলিং কোচ ছাড়া সিরিজ খেলতে হয়েছে তাইজুল মিরাজদের।
আকরাম খান বলেন, ‘আসলে তাঁকে ৬০-৭০ দিন দেশের বাইরে থাকতে হতো। নিউজিল্যান্ড দেশের বাইরে থেকে যাওয়ার পর কোয়ারেন্টাইনের জন্য একটি হোটেল বুক করেছে। এটাতে কিন্তু ওভার বুকড। ওকে যদি আনি ২৩ দিনের জন্য আর ৭০ দিনের জন্য টাকা পয়সা দিতে হয় তাহলে আর্থিক ভাবে আমাদের অনেক ক্ষতি হবে। তাই তাঁকে আনতে পারিনি।’
ভেট্টোরি না আসাতে চলতি সিরিজে স্পিন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিলো স্থানীয় কোচ সোহেল ইসলামকে। কিন্তু ব্যক্তিগত কারণে দলের সাথে চট্টগ্রামে যাননি তিনিও। চোটের কারণে ছিটকে যাওয়া সাকিব আল হাসানকে দেখা গেছে স্পিনারদের পরামর্শ দিতে। আকরাম খান তাই ভেট্টোরির অভাবটাই দেখছেন বড় করে।
আকরাম খান বলেন, ‘আপনারা জানেন ভেট্টোরির এখানে আসাটা কঠিন হয়ে গিয়েছিল করোনার কারণে। ও থাকলে অনেক ভালো হতো। ওর অভিজ্ঞতা ভাগ করে নিতে পারলে সুবিধা হতো। আমার কাছে মনে হয়েছে অনেক দিন পর টেস্ট খেলছে বাংলাদেশ। বোলাররা অনেকদিন পর এতো লম্বা সময় বোলিং করেছে। এ কারণেই চোখে পড়েছে আমার দুর্বল জায়গাগুলো। আর ওয়েস্ট ইন্ডিজ সত্যিই ভালো ব্যাটিং করেছে। (মেয়ার্স) একাই সে ম্যাচটা জিতিয়েছে।’
ভেট্টোরির সাথে ১০০ দিনের চুক্তি করেছিলো বিসিবি। চুক্তির শর্ত ছিলো বিভিন্ন সময়ে বাংলাদেশের স্পিনারদের ১০০ দিন কোচিং করাবেন তিনি। শর্ত অনুযায়ী ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন ভেট্টোরি। এরপর নভেম্বরে ভারত সফরে গেলেও জানুয়ারিতে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাননি সাবেক এই অলরাউন্ডার।
নিউজিল্যান্ড সফরেই তাঁর সাথে ১০০ দিনের চুক্তি শেষ হবে বিসিবির। আকরাম খান জানিয়েছেন একজন পূর্ণকালীন স্পিন বোলিং কোচ খুঁজছেন তাঁরা। তবে ভেট্টোরি নিউজিল্যান্ডে থাকাতে ঐ সফরে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনিই।
এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘এই মুহূর্তে আমরা স্পিন কোচ খুঁজছি। আমরা চেষ্টা করছি। ভেটরি কিন্তু আসার আগ্রহ দেখিয়েছিল। সে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছে। ওর কোয়ারেন্টাইন লাগবে না। যেহেতু সে সেখানেই আছে। এর মধ্যে ভালো একজন স্পিন বোলিং কোচ পাওয়ার চেষ্টা করবো আমরা।’
নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের সূচি:
ওয়ানডে সিরিজের সূচি:
২০ মার্চ : ১ম ওয়ানডে – ডানেডিন
২৩ মার্চ : ২য় ওয়ানডে – ক্রাইস্টচার্চ
২৬ মার্চ : ৩য় ওয়ানডে – ওয়েলিংটন
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২৮ মার্চ : ১ম টি-টোয়েন্টি – নেপিয়ার
৩০ মার্চ : ২য় টি-টোয়েন্টি – অকল্যান্ড
০১ এপ্রিল : ৩য় টি-টোয়েন্টি – হ্যামিল্টন