Social Media

Light
Dark

সেরা আটে সেরা ছন্দে থাকবেন বিরাট কোহলি!

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট ব্যাটারদের বড্ড যন্ত্রণা দিচ্ছে; অনেক বাঘা বাঘা ব্যাটারও রান করতে পারছেন না এখানে। সেই দলে পড়েছেন বিরাট কোহলিও, যার ব্যাটে রান বন্যা দেখা যেতো সবসময় তিনি এখন দুই অঙ্কের ঘরেই প্রবেশ করতে পারছেন না; এমনকি তিন ইনিংসের মোট রানও দশের গন্ডি পেরোয়নি।

শুরুর দুই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এক রান, পাকিস্তানের বিপক্ষে চার রান করেছেন এই ডানহাতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো রানের খাতাই খুলতে পারেননি, আউট হয়েছেন প্রথম বলে। সবমিলিয়ে তাই সমালোচনা তুঙ্গে উঠেছে।

তবে তিনি দ্রুতই ঘুরে দাঁড়াবেন এমনটাই বিশ্বাস দিনেশ কার্তিকের। তিনি বলেন, ‘রোহিত প্রথম ম্যাচেই তো হাফসেঞ্চুরি করলো, আরকত করবে। এখানে তো পুরো দল মিলেই ১০০ করে। আর কোহলিকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, যখন দরকার হবে তখন সে রান করবেই।’

সাবেক এই উইকেটরক্ষক আরো যোগ করেন, ‘বিরাট বিশ্বকাপে পারফরম করেনি এমনটা কখনোই আগে হয়নি। এবারও এমন কিছু হবে না সেটা নিয়ে কোন সন্দেহ নেই। সে অবশ্যই পারফরম করবে। শতভাগ নিশ্চিত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই তাঁর সেরাটা দিবে।’

সুপার এইট-কেই বিরাট কোহলির প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন কার্তিক। তিনি বলেন, ‘আমরা সেরা আটে পৌঁছে গিয়েছি ইতোমধ্যে। আমি আপনাদের কথা দিচ্ছি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখলেই তাঁর ব্যাট গর্জে উঠবে।

তবে কেবল পিচের কারণে রান পাচ্ছেন না বিরাট এমনটা বলা যায় না। কেননা পর পর তিন ম্যাচেই একইভাবে আউট হয়েছেন তিনি। অফ স্ট্যাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে। আগামী দিনেও প্রতিপক্ষ তাঁর বিপক্ষে এই কৌশল অনুসরণ করবে। তাই দ্রুত ভুল শুধরে নিতে না পারলে রান করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link