আবার বিরাট কোহলি! আবারও সেই নেতৃত্বের ডাক! সমালোচনার তীব্র ঝড়ে যখন বিদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তখন আবারও কোহলিতেই বিরাট সম্ভাবনার আভাস পাওয়া যাচ্ছে। ব্যাঙ্গালুরুর রাজ সিংহাসনে আবারও বসতে চলেছেন কিং কোহলি।
আইপিএলের মেগা নিলামের পর থেকেই সমালোচনার তীব্র ঝড় বইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ঘিরে। ঋষাভ পান্ত কিংবা লোকেশ রাহুলের মতো তারকা ক্রিকেটারদের দিকে একবারও হাত বাড়ায়নি তারা। অথচ, দলের অধিনায়কত্বের প্রশ্ন এখনও ঝুলে রয়েছে সিদ্ধান্ত! এমন অবস্থায়, ক্রিকেট মহলে জোর গুঞ্জন—তবে কি বিরাট কোহলি আবার আরসিবির রাজসিংহাসনে ফিরছেন?
কিন্তু আরসিবির প্রধান নির্বাহী রাজেশ মেনন এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন, ‘আমাদের দলে লিডারশিপ কোয়ালিটির অভাব নেই। অন্তত চার-পাঁচজন নেতা রয়েছেন। তাই অধিনায়কত্ব নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’
আর সেই চার-পাঁচজনের মধ্যে যে কোহলিই সেরা – তা তো বলার অপেক্ষা রাখে না। আরসিবিকে ১৪৩ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কোহলি। ২০১৬ সালে তার অধিনায়কত্বেই ফাইনালে উঠেছিল আরসিবি। কিন্তু, ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল!
এবার মেগা নিলামে দল সাজানোর ধরণেও সেই অতৃপ্তির ছাপ স্পষ্ট। ১২.৫০ কোটি টাকায় সবচেয়ে দামি চুক্তি হয়েছে অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউডের সঙ্গে। দলে আনা হয়েছে ইংল্যান্ডের মারকুটে ওপেনার ফিল সল্টকেও। অলরাউন্ড বিভাগেও জোর দিয়েছে ব্যাঙ্গালুরু — দলে ঠাঁই পেয়েছেন ইংরেজ অলরাউন্ডার জ্যাকব বেথেল।
কিন্তু এত কিছু করেও একটাই প্রশ্ন থেকে যাচ্ছে — নেতা কে? চিন্নাস্বামীতে আগুনে বোলিং আক্রমণ গড়ার দাবি করলেও, মেননের বক্তব্যে নেতৃত্ব নিয়ে কোনো স্পষ্টতা নেই। নিলামের প্রথম দিন কার্যত নীরব ছিল আরসিবি। কিন্তু দ্বিতীয় দিনে ঝড় তুলেছে। মেননের দাবি, ‘নিলাম শেষ হতেই সবাই একবাক্যে স্বীকার করেছে, এই স্কোয়াড নি::সন্দেহে সেরা।’
কিন্তু স্কোয়াড যতই দুর্দান্ত হোক, মাঠে নামার আগে শেষ সিদ্ধান্তটা জরুরী। আরসিবির সমর্থকদের প্রশ্ন একটাই — বিরাট কোহলির রাজত্ব কি ফিরছে, নাকি ইতিহাসের নতুন অধ্যায় লিখবে ব্যাঙ্গালুরু? উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব!