ভারত ছেড়ে অজি সাম্রাজ্যে

ভারতের অনেক ক্রিকেটারকেই তাই অন্য দেশগুলোর হয়ে খেলতে দেখা যায়। ছোট ছোট ক্রিকেট দল গুলোর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তাঁরা। তবে ক্রিকেটবিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার।

ভারতের ক্রিকেটে এখন তারকার ছড়াছড়ি। পাইপলাইনেও দেশটির আছে অসংখ্য বিশ্বমানের ক্রিকেটার। ফলের ভারতের জাতীয় দলে নিজের জায়গা তৈরি করা এখন ক্রিকেট বিশ্বের কঠিনতম কাজ। এমনকি আগেও ভারত দলে জায়গা পাওয়াটা সহজ কিছু ছিল না। দেশটির ক্রিকেটে বরাবরই বিশ্বমানের ব্যাটসম্যানরা উঠে এসেছেন।

ভারতের অনেক ক্রিকেটারকেই তাই অন্য দেশগুলোর হয়ে খেলতে দেখা যায়। ছোট ছোট ক্রিকেট দল গুলোর হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তাঁরা। তবে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে খেলা ভারতীয় সেসব ক্রিকেটারদের নিয়েই এই তালিকা।

  • স্টুয়ার্ট ক্লার্ক

স্টুয়ার্ট ক্লার্ক অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার। এই পেসার অজিদের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই সময়ে তিনি খেলেছিলেন ২৪ টি টেস্ট, ৩৯ টি ওয়ানডে এবং ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ।

তবে স্টুয়ার্ক ক্লার্কের বাবা ব্রুস জন্মগ্রহণ করেছিলেন ভারতের চেন্নাইয়ে। এছাড়া তাঁর মা ম্যারিও ছিলেন কর্ণাটকের কোলার গোল্ড ফিল্ডসের বাসিন্দা। যদিও, জন্ম ভারতে হলেও ক্লার্ক পুরোদস্তর অস্ট্রেলিয়ান।

  • গুরিন্দর সান্ধু

গুরিন্দর সান্ধু প্রথম ভারতীয় প্রবাসী কিংবা বংশদ্ভুত হিসেবে অস্ট্রেলিয়া দলে জায়গা পান। এই পেসার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২ টি ওয়ানডে ম্যাচ। তাঁর ওয়ানডে অভিষেক হয়েছিল ২০১৫ সালের ভারতের বিপক্ষেই। সেই ম্যাচে সাধু নিয়েছিলেন ৩ উইকেট।

তবে গুরিন্দর সাধু মূলত পাঞ্জাবি। তাঁর বাবা-মা ১৯৮০ এর দশকে অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন। তবে সাধুর জন্ম অস্ট্রেলিয়াতেই।

  • জেসন সাংঘা

জেসন সাংঘা অস্ট্রেলিয়া অনুর্ধব-১৯ দলের সাবেক অধিনায়ক। তাঁর নেতৃত্বের অস্ট্রেলিয়া ২০১৮ সালের অনুর্ধব-১৯ বিশ্বকাপ খেলেছিল। তিনি মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান। লেগ স্পিনও করতে পারেন তিনি।

বর্তমানে তিনি সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলছেন। তবে এখনো অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অপেক্ষায় আছেন এই ব্যাটসম্যান। যদিও তিনি মূলত ভারতীয় বংশোদ্ভুত।

  • পরম উপ্পল

পরম উপ্পল ও অস্ট্রেলিয়ার অনুর্ধব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলেও ডাক পেয়েছিলেন এই ক্রিকেটার। উপ্পল মূলত একজন ডানহাতি অলরাউন্ডার।

তবে উপ্পলের জন্ম ভারতেই। চন্ডিগড়ে জন্মগ্রহণ করেন এই অলরাউন্ডার। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। পরে সেখানেই স্থায়ী হন।

  • লিসা স্থালেকার

ক্রিকেটের ধারাভাষ্য কক্ষে বেশ জনপ্রিয় নাম লিসা স্থালেকার। বেশ বড় বড় ম্যাচেই এখন তাঁকে কমেন্ট্রি বক্সে দেখা যায়। তবে কমেন্ট্রেটর হওয়ার আগে অস্ট্রেলিয়ার নারী দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।

ভারতের পুনেতে জন্ম নেয়া এই নারীই একমাত্র ভারতীয় নারী হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। দেশটির হয়ে তিনি মোট ৮ টি টেস্ট, ১২৫ টি ওয়ানডে ও ৫৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

  • তানভীর সাংঘা

সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তানভীর। যদিও তিনি মূলত ভারতীয় বংশোদ্ভূত। তানভীর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্পেশালিস্ট। সম্প্রতি তিনি বেশ আলোচিত হয়েছেন।

এই লেগ স্পিনার দেশটির হয়ে ইতোমধ্যেই ১৫ টি  টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেখানে তাঁর ঝুলিতে আছে ২১ টি উইকেট। এছাড়া বিগ ব্যাশেও সিডনির হয়ে খেলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...