ফর্ম নেই, ব্যাটে রান নেই। সুদিন হারিয়ে ফেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বোর্ডও তাই তাঁদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। একটা ফরম্যাটকে এরই মধ্যে বিদায় বলে ফেলেছেন দু’জনেই। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় বলার পালা।
পরবর্তী টেস্ট বিশ্বকাপের আগে ধীরে ধীরে সিনিয়রদের সরিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরই অংশ হিসেবে দল থেকে সরিয়ে নেওয়া হবে দুই সিনিয়র – রোহিত শর্মা ও বিরাট কোহলিকে।
আর সেটা সত্য হল, দেশের মাটিতে আর কোনোদিনই টেস্ট খেলা হবে না এই দুই কুতুবের। এই তালিকায় আরও আছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাঁদের ভবিষ্যৎ নিয়েও ভাববে বোর্ড।
দিন দু’য়েকের মধ্যেই বোর্ডের কর্তাদের সঙ্গে সাধারণ আলোচনা হতে পারে নির্বাচক প্রধান অজিত আগরকার, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার। মূলত এটা একটা শালিসি বৈঠক। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক হোয়াইটওয়াশের কারণ দর্শাতে বলা হবে।
এখান থেকে খুব বড় কোনো সিদ্ধান্ত না আসলেও, সিনিয়রদের ক্যারিয়ার ভবিষ্যৎ নিয়ে আলাপ হবে। বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিসিসিআই সূত্রের খবর, ২০১১ সালের ঘটনার পুনরাবৃত্তি চায় না। সেবারও শীর্ষ সিনিয়রদের হঠাৎ বিদায়ে ফলাফলে প্রভাব পড়তে শুরু করে।
এবার বোর্ড তাই আগে থেকেই পরিকল্পনা প্রস্তুত রাখতে চায়। নির্বাচক আগারকার ও কোচ গম্ভীর দলের চার সিনিয়রের সাথে বৈঠক করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। সেটা মেনে এগোবে ভারতীয় দল।
এর আগে অস্ট্রেলিয়া সফরটা সিনিয়রদের জন্য হবে অগ্নি পরীক্ষা। অগ্নিকুণ্ড থেকে সাফল্য নিয়ে বের হয়ে আসতে পারলে কোনো কথা নেই, কিন্তু সামান্য ছন্দপতন ক্যারিয়ারে আজীবনের জন্য তালা ঝুলিয়ে দিতে পারে এক নিমিষেই!