থাকছেন না রাহুল দ্রাবিড়, চূড়ান্ত ভারতের নতুন কোচ

অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটের হার – তাই তো হৃদয়ভাঙ্গার যন্ত্রণা নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছিল ভারতকে। টানা দশ ম্যাচে জিতেও মন খারাপ করে বাড়ি ফিরতে হয়েছে তাঁদের। অবশ্য সেই দুঃস্বপ্নের সময়টা কাটিয়ে নতুন উদ্যমে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা করা শুরু করেছে দলটি।

কিন্তু নতুন পরিকল্পনায় হেড কোচ রাহুল দ্রাবিড়কে পাওয়া হচ্ছে না। কেননা চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না তিনি, সেজন্য বিদায় বলে দিবেন শিষ্যদের। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর অভ্যন্তরীণ এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গিয়েছে, দ্রাবিড়ের রেখে যাওয়া আসনে ভিভিএস লক্ষ্মণকে নিয়োগ দিবে টিম ম্যানেজম্যান্ট। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে হেড কোচ হিসেবে পাবেন সুরিয়াকুমার যাদবরা। আবার বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজ এবং গত বছর নিউজিল্যান্ড সিরিজে কোচের দায়িত্বে ছিলেন তিনি, তাই তো এই দলটা মোটেও অপরিচিত নয় সাবেক এই ব্যাটারের কাছে।

বিসিসিআইয়ের সূত্রমতে, ‘লক্ষ্মণ এই দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ চলাকালীন তিনি এই বিষয়ে বোর্ডের শীর্ষ কর্তাদের সাথে দেখা করেছেন এবং খুব সম্ভবত টিম ইন্ডিয়ার কোচ হিসাবে একটি লম্বা চুক্তিতে স্বাক্ষর করবেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর পূর্ণকালীন কোচ হিসেবে তাঁর প্রথম এসাইনমেন্ট হতে পারে।’

২০২১ সালের নভেম্বরে দুই বছরের জন্য বিরাট কোহলিদের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। এই বিশ্বকাপের পরপরই তাঁর মেয়াদ শেষ হয়েছে, এবং তিনি আর জাতীয় দলের সাথে থাকতে কাজ করতে আগ্রহী নন। আপাতত ন্যাশনাল ক্রিকেট একাডেমির সাথেই থাকার ইচ্ছে এই কিংবদন্তির, এছাড়া নতুন কোচের অনুপস্থিতিতে জাতীয় দলকে কোচিং করতে রাজি আছেন।

যদিও অন্য একটি সূত্র থেকে শোনা গিয়েছে আইপিএলের কোন একটা ফ্রাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছেন দ্রাবিড়। তাঁদের সাথে দুই বছরের একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে এখন।

হেড কোচ পরিবর্তন হওয়ায় কোচিং প্যানেলে পরিবর্তন আসবে কি না সেটা অবশ্য নিশ্চিত নয় এখনো। ভিভিএস লক্ষ্মণ চাইলে বিক্রম রাথোর, টি দিলীপদের সাথে কাজ করতে পারবেন; আবার তিনি যদি নতুন করে প্যানেল সাজাতে চান সেই স্বাধীনতাও দেয়া হবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link