কখন ডিক্লেয়ার করবে বাংলাদেশ!

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সবারই এখন প্রশ্ন টেস্টের তৃতীয় দিন সকালে বাংলাদেশ ইনিংস ঘোষণা করবে নাকি ব্যাট করতে নামবে।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সবারই এখন প্রশ্ন টেস্টের তৃতীয় দিন সকালে বাংলাদেশ ইনিংস ঘোষণা করবে নাকি ব্যাট করতে নামবে। তবে বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন তৃতীয় দিন সকালে আবার ব্যাট করে দ্রুত কিছু রান তুলে চাপে ফেলতে চান শ্রীলঙ্কাকে।

গতকাল প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩০২ রান তুললেও আজ ২ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে আজ আলোকস্বল্পতার কারণে ২৫ ওভার আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। এই ২৫ ওভার কাভার করতে এখন থেকে প্রতিদিন ৮ ওভার বেশী খেলা হবে। ডোমিঙ্গো মনে করেন আর কোন ওভার কাটা যাবে না।

ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি আর কোন ওভার কাটা যাবে না। আমাদের আগামীকাল সকালে দ্রুত কিছু রান করতে হবে। আমরা চাই ৫২০ রানের কাছা কাছি করে ওদের ব্যাটিংয়ে পাঠিয়ে চাপে ফেলবো এবং আমাদের ভালো সুযোগ থাকবে।

বাংলাদেশ ৫২০ এর আশে পাশে রান করে ইনিংস ঘোষণা করতে চায়। ডোমিঙ্গো মনে করেন বড় রান করলে ওদের ব্যাটসম্যানরা চাপে থাকবে। তাই তাদের ভুল গুলো কাজে লাগিয়ে বাংলাদেশ চেষ্টা করবে শ্রীলঙ্কার দুই ইনিংসে ২০ উইকেট তুলে নেওয়ার।

তিনি বলেন, ‘প্রতিপক্ষ বড় রান করলে ব্যাটিং করাটা সব সময়ই চাপের। ওদের উপর চাপ থাকবে এবং ওদের ব্যাটসম্যানরা ক্লান্ত থাকবে। বোলারদের দুই একটা ভালো স্পেল ও ওদের দুই একটা ভুল। সব কিছু মিলিয়ে আমাদের হয়তো ভালো সুযোগ থাকবে ২০ উইকেট নেওয়ার। কাজটা যদিও কঠিন, কিন্তু আমরা আগামী দুই দিন সব ধরণের চেষ্টা করব।’

এখন পর্যন্ত দলের সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। গতকাল সেঞ্চুরি করে আজ এই ব্যাটসম্যান আউট হয়েছেন ১৬৩ রানের দারুণ এক ইনিংস খেলে। শান্তর পারফরম্যান্সে খুশি হয়ে রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন গত দুই মাসের কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন এই ব্যাটসম্যান।

শান্তকে নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘আমি মনে করি শান্ত যে ইনিংসটি খেলেছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। খুব বেশি ধৈর্যশীল হওয়া, কিছু বল ছেড়ে দেওয়া, নির্দিষ্ট স্কোরিং এরিয়াতে খেলা। দুর্দান্ত একটি ইনিংস খেলেছে শান্ত। আমি সত্যিই তাঁর উপর সন্তুষ্ঠ। গত দুই মাস হলো কঠোর পরিশ্রম করে যাচ্ছে শান্ত।

এছাড়া এই টেস্টে সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুমিনুল হকও। এর আগে দেশের মাটিতে দশটি সেঞ্চুরি করলেও দেশের বাইরে মুমিনুল হকের এটিই প্রথম সেঞ্চুরি। এর আগে দেশের বাইরে সর্বোচ্চ রান ছিলো ৭৭। বাংলাদেশের টেস্ট অধিনায়ককে দুর্দান্ত ব্যাটসম্যান আখ্যা দিয়ে ডোমিঙ্গো জানিয়েছেন মুমিনুলের এটা দুর্দান্ত সাফল্য।

তিনি বলেন, ‘আমি মনে করি মুমিনুল তাঁর খেলাটা ভালো বোঝে ও সে খুব শান্ত। আমার মনে হয় তাঁর আচার-আচরণই সুসংহত টেস্ট ব্যাটসম্যান হিসাবে প্রমাণ করে। সে তাঁর প্রস্তুতিতে নিখুঁত। সে সত্যিই কঠোর পরিশ্রম করে। সে জানে তাঁর শক্তি ও দূর্বলতা সম্পর্কে। আমি মনে করি তিনি দুর্দান্ত টেস্ট ব্যাটসম্যান। ভালো নেতৃত্ব দিতেও চেস্টা করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করার পর এখানেও সেঞ্চুরি করেছে। আমার মনে হয় তাঁর এখন ১১ টি সেঞ্চুরি, এবং এটি দুর্দান্ত সাফল্য।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...