নিলামের আগেই জমে উঠেছে বিপিএলের লড়াই। যে যার মতো করে ইতিমধ্যেই গুছিয়ে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় আকর্ষণ থাকে বিদেশি প্লেয়ার নিয়ে। তাই তো দলগুলোর নজর ভালো মানে প্লেয়ার দলে ভেড়াতে। চলুন দেখে নেওয়া যাক, ডিরেক্ট সাইনিংয়ের সুবাদে বিদেশি খেলোয়াড় নিয়ে শক্তিমত্তায় কারা এগিয়ে।
গত আসরে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে প্রত্যাশা ছিল একটু বেশিই। তবে তার ছিটেফোঁটাও তারা মেটাতে পারেনি। এবার আর কোনো ভুল করতে চায়না তারা। তাই তো বিদেশি কোটায় আগেভাগেই এলেক্স হেলসকে দলে ভিড়িয়েছে, সাথে আছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার উসমান খান।
চমকটা দেখিয়ে যাচ্ছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিস খেলবেন তাদের জার্সিতে। সেই সাথে ক্যারিবীয় হার্ডহিটার জনসন চার্লসকে তারা টেনেছে। এরা জ্বলে উঠলে কি হতে পারে তা সবারই জানা।

সিলেট টাইটেন্স কম যায় না। পাকিস্তানের দুই তারকাকে দলে ভেড়িয়েছে তারা। অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির খেলবেন দলটির হয়ে, সেই সাথে ব্যাট হাতে ঝড় তোলার জন্য আসছেন সায়িম আইয়ুব।
চট্টগ্রাম রয়্যালস অবশ্য বিদেশি কোটায় একজনকেই দলে নিয়েছে। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ খেলবেন দলটির হয়ে। অন্যদিকে রংপুর রাইডার্স বরাবরই তারকায় ঠাসা দল গড়ে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছে। ক্যারিবীয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সকে দলে ভেড়ানোর কথা চলছে, নজর আছে ডেভিড মালানের উপরও।
তবে রাজশাহী ওয়ারিয়র্স কিছুটা আড়ালেই রয়েছে। এখনও বিদেশি কোটা ফাঁকা আছে। অপেক্ষাটা করছে বোধহয় নিলামের জন্যই।












