আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরই নিশ্চিত হয়ে যায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মিস করতে যাচ্ছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এমনিতেও মাঝে বেশ কিছুদিন সাকিব নিয়মিত টেস্ট খেলেননি।
তবে গত বছর অধিনায়কত্ব পাবার পর থেকে অনেকটাই নিয়মিত সাকিব। তাই সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে একাদশ সাজাতে বেশ হিমশিমই খেতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে।
এমনিতেই একাদশে একই সাথে দুটি ভূমিকা পালন করেন সাকিব। তাই সাকিবের অভাব পুরণ করতে দুইজন খেলোয়াড়কে খেলাতে হয় একাদশে। তবে সাম্প্রতিক বিবেচনায় মেহেদী হাসান মিরাজ কিছুটা হলেও এই দিকটায় ভরসা দিতে পারছেন টিম ম্যানেজমেন্টকে। তাই মিরাজ সহ পাঁচ বোলার নিয়েই হয়তো আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কিন্তু এখানে প্রশ্ন হলো সাকিব বিহীন বাংলাদেশের মিডল অর্ডার কেমন হবে? টেস্ট ক্রিকেটে সাধারণত পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করে থাকেন সাকিব। সাকিবের অনুপস্থিতিতে তাই সেই জায়গাটায় একটা শূন্যতা তৈরি হচ্ছে।
সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ওপেনার ছিলেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তবে টেস্টের নিয়মিত ওপেনার জাকির হাসান ইনজুরি থেকে সেরে ওঠায় এবার হয়তো তামিমের সাথে ওপেন করতে দেখা যাবে জাকিরকেই। সেক্ষেত্রে তিন নম্বরে খেলবেন শান্ত।
এরপরের জায়গাটা নিয়ে দ্বিধায় ভুগতে পারে টিম ম্যানেজমেন্ট। গত বছর টেস্ট অধিনায়কত্ব হারানোর পর একাদশ থেকেও বাদ পড়েছিলেন মুমিনুল হক সৌরভ। ভারতের বিপক্ষে সিরিজে একাদশে ফিরেই ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে আবারো নিজের জায়গা পাকা করার আভাস দেন তিনি।
তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পারফর্ম করতে পারেননি তিনি। খুব ভালো কাটেনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তাই মুমিনুলের ফর্ম চিন্তায় ফেলতে পারে টিম ম্যানেজমেন্টকে।
এদিকে কোচ চান্দিকা হাতুরুসিংহের সাথে মুমিনুলের পুরোনো দ্বন্দ্বটা তো আছেই। মুমিনুলের জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকলেও, দ্বন্দ্ব নেই এরপরের দুটি পজিশন নিয়ে। মুশফিকুর রহিমের পর নামবেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের সম্ভাব্য অধিনায়ক লিটন দাস। সাকিব আল হাসান না থাকায় সাত নম্বরে খেলানো হতে পারে মিরাজকে।
মিডল অর্ডারে সাকিবের ঘাটতি পূরণে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে মুশফিক,লিটনদের।এছাড়াও সাকিবের অনুপস্থিতিতে মিডল অর্ডারের বিবেচনায় আসতে পারেন ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান কিংবা লঙ্গার ভার্সনে ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করা ব্যাটার জাকের আলী অনিক।
আর স্পিন আক্রমণে মিরাজ আর তাইজুল থাকবেন তা নিশ্চিত। কিন্তু সাকিব না থাকায় তৃতীয় স্পিনার খেলানোর প্রয়োজন হলে বিবেচনা আসতে পারেন অফ স্পিনার নাঈম হাসান। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন নাঈম।
এছাড়াও নাসুম আহমেদ আর তানভীর ইসলামদের ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্টে খেলিয়েছেন নির্বাচকরা। তাই তাইজুলের সাথে আরেকজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন হতে বিবেচনায় আসতে পারেন তাদের যে কেউ।