আইপিএল নিলামে নতুন মুখ, কে এই মল্লিকা?

মল্লিকা সাগরের জন্ম হয় মুম্বাইয়ের বনেদি পরিবারে। ২০০১ সালে নিউইয়র্কের খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’সের হয়ে তার নিলামের প্রথম অভিজ্ঞতা হয়।

মল্লিকা সাগর নামটি কয়েকবছর আগেও নিলাম জগতে তেমন পরিচিত মুখ ছিলেন না। তবে সাম্প্রতিক সময়ে সেই গল্প সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তিনি বর্তমানে নিলাম জগতে বহুল পরিচিত। এবার জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি।

তবে এবারই প্রথম নয়, গত বছরও দুবাইয়ে আইপিএলের নিলাম পরিচালনা করার দায়িত্বে ছিলেন মল্লিকা। মেগা নিলাম পরিচালনা করার দায়িত্বে এবারই প্রথম তিনি। ২০২১ সালে ভারতের প্রো কাবাডি লিগের নিলাম পরিচালনা করা প্রথম নারী তিনি। তবে আলোচনায় এসেছেন নারী আইপিএলের নিলাম পরিচালনা করার মাধ্যমে ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার পর।

সেখানে দারুণ সাফল্যের সঙ্গে নিলাম পরিচালনার পর ২০২২ আইপিএলের নিলামে তাঁকে অন্যতম স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়। কারণ, আইপিএলের নিলাম পরিচালনা করে পরিচিত হয়ে ওঠা হিউ এডমেডসের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ ছিল।

পরে অবশ্য সেই শঙ্কাই সত্যি হয়েছে। সেই নিলামের মাঝপথে জ্ঞান হারিয়েছেন এডমেডস। তবে মল্লিকার বদলে বাকি নিলামটা পরিচালনা করেছেন ভারতের ক্রিকেট উপস্থাপক ও ধারাভাষ্যকার চারু শর্মা। ২০২৩ সালে আইপিয়েলের নিলাম পরিচালনার মাধ্যমে তার ক্যারিয়ারের ব্রেক থ্রু ঘটে।

মল্লিকা সাগরের জন্ম হয় মুম্বাইয়ের বনেদি পরিবারে। ২০০১ সালে নিউইয়র্কের খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি’সের হয়ে তার নিলামের প্রথম অভিজ্ঞতা হয়। তার এই নিলাম পরিচালনার দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনিই প্রথম ভারতীয় নারী যে ক্রিস্টি’সের হয়ে নিলাম পরিচালনা করেছেন।

এরপরেই তিনি বিশ্বের আরো কিছু বড় বড় নিলাম প্রতিষ্ঠানের জন্য নিলাম পরিচালনা করেছেন। তিনি মুম্বাইয়ের প্রতিষ্ঠান পান্ডুলেস আর্ট গ্যালারির জন্যও কাজ করেছেন। বেশ অভিজ্ঞতা রয়েছে মল্লিকার। আর সেই অভিজ্ঞতার বলেই বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ নিলাম তিনি পরিচালনা করছেন বেশ সাবলীল ভাবে।

Share via
Copy link