ফুটবল বিশ্বে একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত ট্রফি হিসেবে ব্যালন ডি অরের মূল্য সর্বোচ্চ। অন্য যেকোনো ব্যক্তিগত শিরোপা থেকে ব্যালন ডি অরের প্রাধান্য সকলের কাছেই বেশি। প্রতি বছরই বর্ষসেরা খেলোয়াড়কে ফ্রান্স ফুটবল দ্বারা এই শিরোপা প্রদান করা হয়। তবে এই ব্যালন ডি অরের থেকেও মূল্যবান আরও একটি শিরোপা রয়েছে। যার নাম সুপার ব্যালন ডি অর।
২৪ ডিসেম্বর ১৯৮৯ সালে ফ্রান্স ফুটবল দ্বারা এই সুপার ব্যালন ডি অর প্রদান করা হয়। সর্বশেষ তিন দশকের সেরা খেলোয়াড়কে এই শিরোপা প্রদান করা হয়। শিরোপাটি অনেকটা ব্যালন ডি অরের মতোই দেখতে। শিরোপাটি ভিত্তি তে অনেকগুলো ছোট ছোট সোনালী বল দিয়ে সাজানো। ফুটবল ইতিহাসে এই শিরোপাটি মাত্র একবারই প্রদান করা হয়। যার ফলে ফুটবল ইতিহাসের সবথেকে দুষ্প্রাপ্য শিরোপা হিসেবে পরিচিতি এটি পেয়েছে।
এই শিরোপার দাবিদার ছিলেন বেশ কয়েকজন। ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনি যিনি টানা তিনটি ব্যালন ডি অর জিতেছিলেন। আর ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার যাকে ফুটবল ইতিহাসের সেরা রক্ষণাত্মক খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর মতো খেলোয়াড়রাও এই শিরোপার দাবিদার ছিলেন।
ভক্তদের, ফ্রান্স ফুটবল জুরী এবং স্বাগতিক ব্যালন ডি অর বিজয়ীরা ভোট করার মাধ্যমে সুপার ব্যালন ডি অরের বিজয়ী নির্বাচন করেন। তারা আলফ্রেডো ডি স্টেফানোকে বিজয়ী ঘোষণা করেন। ডি স্টেফানো রিয়াল মাদ্রিদের হয়ে ৩৯৬ ম্যাচে ৩০ ৮টি গোল করেছেন। ১১ বছর খেলে ডি স্টেফানো রিয়াল মাদ্রিদের হয়ে ১৮ টি শিরোপা জিতেছেন।
ডি স্টেফানোর এই অমূল্য শিরোপাটি রিয়াল মাদ্রিদের জাদুঘর সান্তিয়াগো বার্নাব্যুতে সংরক্ষিত ছিল বহুদিন। পরবর্তীতে ২০২১ সালে ডি স্টেফানোর এই শিরোপাটি একটি নিলামে বিক্রয় করা হয়।
যদিও, এখনও সুনিশ্চিতভাবে বলা যায় না যে ২০২৯ সালে এই সুপার ব্যালন ডি অরে আবারও কাওকে পুরস্কৃত করা হবে কিনা। যদি এই শিরোপা আবারও প্রদান করা হয় তবে প্রশ্ন হচ্ছে কে হবে এই শিরোপার অধিকারী।
দুইবার ব্যালন ডি অর জয়ী রোনালদো নাজারিও এবং তিন বার ব্যালন ডি অর জয়ী মার্কো ভ্যান বাস্টেন রয়েছে এই প্রতিযোগিতায়। তবে এই প্রতিযোগিতার দুই নায়ক হচ্ছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।
মেসি আটটি ব্যালন ডি’অর জিতে এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। মেসি সর্বাধিক ব্যালন ডি অর জয়ী হলেও অনেক ফুটবল বিশেষজ্ঞই মনে করেন যে ক্রিস্টিয়ানো ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।
সুপার ব্যালন ডি’অর জেতার প্রতিযোগিতায় রোনালদো এবং মেসি দুজনেই সমান ভাবে এগিয়ে যাচ্ছেন। এখন শুধু দেখার অপেক্ষা রোনালদো কি পারবে মেসিকে টপকে জিতে নিতে এই শিরোপা? নাকি মেসি তার ব্যালন ডি’অরের দাপট দেখিয়ে আবারও গড়বে এক নতুন রেকর্ড।