বোল্ড আউট হয়েও রিভিউ নিলেন মিচেল ব্রেসওয়েল, মেজর লিগ ক্রিকেটে দেখা গেলো এমন অদ্ভুত দৃশ্য! রিভিউ নেওয়ার মতো কিছুই ছিল না, তবুও তাঁর এমন কাণ্ড অবাক করেছে সবাইকে।
এমআই নিউ ইয়র্কের হয়ে সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে খেলতে নেমেছিলেন ব্রেসওয়েল। প্রতিপক্ষ বোলার রোমারিও শেফার্ডের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে যান কিউই অলরাউন্ডার। তবে আউট হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে অবাক করে দিয়ে রিভিউ নিয়ে বসেন।
কোন নো বল ছিল না, আউট না হওয়ার কোন কারণও ছিল না, তারপরও কেন ব্রেসওয়েল আউটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানালেন?
ক্রিকেটের নিয়ম অনুযায়ী, সাধারণত ক্যাচ বা এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকলেই ডিআরএস নেওয়া যায়। তবে বোল্ডের ক্ষেত্রে কোনও রিভিউয়ের অবকাশ থাকে না, যদি না আম্পায়ার নো বল ডাকেন। কিন্তু এই বলটিতে শেফার্ডের ডেলিভারি ছিল পুরোপুরি বৈধ, আম্পায়ারও নো বল ডাকেননি। ফলে ব্রেসওয়েলের রিভিউ চাওয়ায় হতবাক হয়ে যান সবাই।
তবে নিজেও বুঝতে পারেন নিজের ভুল। রিভিউ চেয়ে তিনি যে ভুল করে ফেলেছেন, তা বুঝে নেন মুহূর্তেই। এরপর সাজঘরের দিকে যাত্রা শুরু করেন, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করেননি।
আকস্মিক ভুলে ব্রেসওয়েলের রিভিউ নেওয়ার সিদ্ধান্ত অনেকটা হাস্যরসের কারণ হয়েছে। মেজর লিগ ক্রিকেটে এই ঘটনা হয়তো অদ্ভুত কাণ্ডের শীর্ষেই থাকবে।