সিরিজ জয়ের স্বপ্ন বুকে নিয়ে অস্ট্রেলিয়াতে পা রেখেছিল পাকিস্তান টেস্ট দল, কিন্তু প্রথম ম্যাচে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাও ঘটতে পারেনি তাঁরা। অধিনায়ক শান মাসুদ নেতৃত্বেই অভিষেকেই পেয়েছেন ৩৬০ রানের বিশাল পরাজয়ের স্বাদ। দলটির ব্যাটার, বোলার কেউই সন্তোষজনক পারফরম করতে পারেননি।
তবে সরফরাজ আহমেদ ছাড়িয়ে গিয়েছেন বাকিদের, সম্ভবত পাক একাদশের সবার চেয়ে বেশি হতাশ করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মোটে করেছেন ৭ রান, যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণই মনে হয়েছে কোন টেলএন্ডার ব্যাট করছে। আবার উইকেট কিপিংয়েও একাধিক ভুল করেছেন এই ডানহাতি।
তাই তো দ্বিতীয় ম্যাচের জন্য তাঁকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছে টিম ম্যানেজম্যান্ট। তাঁর বদলে অন্তর্ভুক্ত করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে, তবে অধিনায়ক শান মাসুদ এমন পরিবর্তনকে নেতিবাচকভাবে দেখতে চান না। তিনি মনে করেন এটি কেবলই ট্যাকটিক্যাল সিদ্ধান্ত।
এই ব্যাটার বলেন, ‘আমরা মনে করেছি রিজওয়ান এখন পুরোপুরি প্রস্তুত। সেজন্য সরফরাজকে রিকভারি করে পুনরায় ফর্মে ফিরতে আসতে কিছুটা সময় দিয়েছি। এটি মূলত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি কৌশলগত সিদ্ধান্ত; আমরা কোন খেলোয়াড়ের কাছ থেকে কী পেতে পারি সেটা মাথায় রেখে এসব সিদ্ধান্ত নেয়া হয়।’
পার্থ টেস্টে কিছুই মন মতো হয়নি এমনটা অবশ্য মানতে নারাজ এই ডানহাতি। তিনি বলেন, ‘পার্থে ম্যাচটা কঠিন ছিল। কিন্তু আমি এখনও বিশ্বাস করি সেখানে বেশ কিছু ইতিবাচক দিক ছিল, যেটা যখন ২০১৯ সালে এখানে ছিলাম তখন করতে পারিনি। তবে হ্যাঁ, কিছু ব্যাপারে আমরা রূপরেখা সাজিয়েছি, আগামী ম্যাচে এসবে আরও ভালো করতে চাই।’
পাকিস্তান দ্বিতীয় ম্যাচে পরিবর্তন আনলেও অস্ট্রেলিয়া উইনিং কম্বিনেশন ভাঙেনি। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের উপর ভর করে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে মাঠে নামবে প্যাট কামিন্সের দল, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করবে এশিয়ান প্রতিনিধিরা।