আইপিএলে দল পাবেন তো সাকিব?

এখনও কি আইপিএল দল পাওয়ার নিরিখে যোগ্য সাকিব? এই প্রশ্নের উত্তরের অনুসন্ধান, কোন এক নেতিবাচক প্রান্তে গিয়ে শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের তালিকায় আছেন সাকিব আল হাসান। এটা পুরনো খবর। তবে প্রশ্ন হচ্ছে, এখনও কি আইপিএল দল পাওয়ার নিরিখে যোগ্য সাকিব? এই প্রশ্নের উত্তরের অনুসন্ধান, কোন এক নেতিবাচক প্রান্তে গিয়ে শেষ হওয়ার সম্ভাবনা প্রবল।

সাকিব আল হাসানের ঝুলিতে রয়েছে আইপিএল ট্রফি। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। এমনকি বেশ লম্বা-চওড়া অভিজ্ঞতা রয়েছে তার আইপিএল মঞ্চে। এমনকি  নেতৃত্বগুণ তার নেহায়েত মন্দ নয়। শুধু তাই নয়, বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে সাকিব এখনও বিবেচিত হন। কারণ জাতীয় দলের বাইরে থাকায় তার প্রাপ্যতা নিয়ে তেমন কোন সংশয় নেই। অতএব আইপিএল ফ্রাইঞ্চাইজিগুলো চাইলেই তাকে রাখতে পারে বিবেচনায়।

কিন্তু সমস্যা হচ্ছে, সাকিব এখন আর আগের মত পারফরমার নন। এমনকি মূল একাদশেও এখন আর তার জায়গা নিয়মিত নয়। আইএল টি-টোয়েন্টি হতে পারে নিকটবর্তী উদাহরণ। এমআই এমিরেটসের সাইড বেঞ্চে সাকিব কাটিয়ে দিয়েছেন নিজের প্রথম ম্যাচ। এটাই বরং প্রমাণ করে সাকিবকে মূল পরিকল্পনায় গুরুত্বপূর্ণ চরিত্র এখন আর ভাবা হয়না।

তাছাড়া আইপিএলে দল পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে জাতীয় দলের পারফরমেন্স। সাকিবের জন্য সেই দুয়ারও বন্ধ প্রায় বছরখানেক ধরে। সম্প্রতি এক পডকাস্টে সাকিব আল হাসান বলেছেন, ‘আমি এখনও আনুষ্ঠানিকভাবে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেইনি।’ তিনি বিদায় না বললেও তার বিদায় ঘন্টা বেজে গেছে বহু আগেই।

ময়দানের বাইরের নানা ঘটনা এর পেছনে জড়িত থাকলেও, জাতীয় দলের বাইরে যাওয়ার আগে- সাকিবের পারফরমেন্স ছিল না সন্তোষজনক। তাছাড়া তার চোখের সমস্যা যে এখনও সমাধান হয়নি- সেটাও তো প্রায়শই পীড়া দিচ্ছে তাকে। যা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে।

এত সব প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে, ১ কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবের চাহিদা আইপিএলে অন্তত নেই বললেই চলে। যেখানে অন্যসব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও সাকিব প্রাধান্য পাচ্ছেন না, সেখানে আইপিএলে দল পাওয়া ভীষণ মুশকিল। তার উপর পারফরমেন্সে এখন আর নেই কোন ধারাবাহিকতা। এসব দিক পর্যালোচনা করে স্রেফ অভিজ্ঞতা আর প্রাপ্যতার জোরে আইপিএলে দলও পাওয়া স্রেফ কঠিন নয়, বরং অসম্ভব।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link