চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার জন ক্যাম্পবেল। জ্যামাইকা অ্যান্টি ডোপিং কমিশনের (জ্যাডকো) বিবেচনায় তাঁকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কারণ, তিনি গেল এপ্রিলে নিজের শহর কিংস্টনে ডোপ টেস্টের জন্য রক্তের নমুনা পরীক্ষা করতেই অস্বীকৃতি জানান।
তিন সদস্যের স্বাধীন প্যানেল শুক্রবারে নিজেদেরে ১৮ পৃষ্ঠার প্রতিবেদন পেশ করে। ক্যাম্পবেল ডোপ পরীক্ষার জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর এটা মাদক বিরোধী আইনের বরখেলাপ। তাই, তাঁকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
তিনি যে ইচ্ছা করে মাদক আইন ভঙ্গ করেছেন – এর স্বপক্ষে কোনো প্রমাণ পায়নি তিন সদস্যের স্বাধীন প্যানেল। চার বছরের এই নিষেধাজ্ঞা ধার্য করা হয়েছে গত ১০ মে থেকে।
টপ অর্ডারের ব্যাটার ক্যাম্পবেল জাতীয় দলের হয়ে টেস্টটাই বেশি খেলতেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নেমেছেন ২০ টি টেস্টে। এছাড়া খেলেছেন ছয়টি ওয়ানডে ও দু’টো টি-টোয়েন্টি ম্যাচে।
গত বছরই সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ক্যাম্পবেল। গ্রস আইলেটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটাই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।