হঠাৎ ল্যান্স ক্লুজনারের পদত্যাগ

বিশ্বকাপ শুরু হতে যখন সপ্তাহ দেড়েকেরেও কম সময় বাকি তখন জিম্বাবুয়েকে দু:সংবাদ দিলেন ল্যান্স ক্লুজনার। দেশটির ব্যাটিং কোচের পদ ছেড়েছেন তিনি। অবশ্য জানা গেছে, দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) সাথে সমঝোতার ভিত্তিতেই চাকরি ছেড়েছেন তিনি।

বিশ্বকাপ শুরু হতে যখন সপ্তাহ দেড়েকেরেও কম সময় বাকি তখন জিম্বাবুয়েকে দু:সংবাদ দিলেন ল্যান্স ক্লুজনার। দেশটির ব্যাটিং কোচের পদ ছেড়েছেন তিনি। অবশ্য জানা গেছে, দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) সাথে সমঝোতার ভিত্তিতেই চাকরি ছেড়েছেন তিনি।

জেডসি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে বলেছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ল্যান্স ক্লুজনার জাতীয় দলের ব্যাটিং কোচের পদটি ছেড়ে দেওয়ার সিদ্বান্ত নিয়েছেন। তাঁর এজেন্ট জানিয়েছেন, বিশ্বজুড়ে অনেকগুলো দলই এখন ক্লুজনারের ব্যপারে আগ্রহী। অন্যান্য দেশের ব্যাপারে ক্লুজনারও আগ্রহী। তিনি এখন অন্য যেকোন দলকে পূর্ণকালীন সময় দিতে পারবেন।’

জানিয়ে রাখা ভাল, গত মার্চে দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের কোচিং স্টাফে যোগ দেন ক্লুজনার। এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি।

দ্বিতীয় দফায় ক্লুজনার দায়িত্ব থাকাকালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে। এমনকি ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে ধরাশায়ী করে তারা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ম্যাচও জিতে জিম্বাবুয়ে।

ক্লুজনারের অবদানের কথা স্বীকার করে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি এক বিবৃতিতে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইসহ গত কয়েক মাসে ক্লুজনার যতটা অবদান রেখেছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ^কাপ। ১৭ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে জিম্বাবুয়ে। তার আগে ক্লুজনারের সরে যাওয়া বড় ধাক্কা জিম্বাবুয়ের জন্য। এবারের আসরে প্রথম রাউন্ডে খেলবে জিম্বাবুয়ে। গত বিশ্বকাপে ছিল না জিম্বাবুয়ে। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। তাই এবারের বিশ্বকাপ জিম্বাবুয়ের জন্য স্মরণীয় বটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...