হেড বনাম বিরাট – যা করবেন ও যা করবেন না!

এই টুর্নামেন্টে সবচেয়ে দ্রুততম শতকের স্বাদ পেয়েছেন ট্রাভিস হেড, অন্যদিকে মন্থরতম শতক এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে।

ক্রিকেট যতই আধুনিক হচ্ছে ততই বাড়ছে ব্যাটারদের আধিপত্য। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর ছাড়িয়ে গিয়েছে কল্পনাকেও; নিয়মিত রান বন্যার দেখা মিলছে। একইসাথে ব্যাটাররা সেঞ্চুরিও করছেন আগের চেয়ে বেশি, চলতি আইপিএলে ইতোমধ্যে নয়বার তিন অঙ্কের ইনিংসের দেখা মিলেছে।

আর এই টুর্নামেন্টে সবচেয়ে দ্রুততম শতকের স্বাদ পেয়েছেন ট্রাভিস হেড, অন্যদিকে মন্থরতম শতক এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ওপেনার আইপিএলের প্রতি ম্যাচেই হিংস্র হয়ে উঠেন, তান্ডব চালান বোলারদের ওপর। এরই মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৩৯ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।

দ্বিতীয় স্থানে আছেন কলকাতা নাইট রাইডার্সের মেক শিফট ওপেনার সুনীল নারাইন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়েছিলেন তিনি, আর এ মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন হয়েছিল ৪৯ বল। একই ম্যাচে অবশ্য জশ বাটলার দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন, তাঁর ৫৫ বলে সেঞ্চুরিতে ম্লান হয়ে গিয়েছিল নারাইনের বীরত্ব।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুুরাজ গায়কোয়াড় যদিও এক বল বেশি খরচ করেছেন তিন অঙ্কের ঘরে প্রবেশ করতে। অবশ্য তাঁর পারফরম্যান্সের জবাবে মার্কাস স্টোয়িনিস সমান ৫৬ বলেই আরেকটি সেঞ্চুরি করে বসেন।

চলতি আইপিএলে একমাত্র ব্যাটার হিসেবে দুইটি হান্ড্রেডের মালিক বাটলার, কলকাতার বিপক্ষে সেঞ্চুরি করার আগে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেদিনও তাঁর ব্যাটে ভর করে অনবদ্য এক জয় পেয়েছিল রাজস্থান। দ্রুততম সেঞ্চুরির আলোচিত তালিকায় এরপরই আছেন যশস্বী জয়সওয়াল, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শতকের মাইলফলক স্পর্শ করতে ৫৯ বল লেগেছিল তাঁর।

সবচেয়ে ধীরগতিতে সেঞ্চুরির অপ্রত্যাশিত অর্জন অবশ্য দুই অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝুলিতে। চেন্নাইয়ের বিপক্ষে ৬১ বলে রোহিত পেয়েছিলেন শতকের দেখা, অন্যদিকে ৬৭ বল খরচ করেছিলেন কোহলি। তাঁর এই সেঞ্চুরি শুধু চলতি আসরের নয়, আইপিএল ইতিহাসেরই অন্যতম মন্থর সেঞ্চুরি বটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...