২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল; বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের দুর্দান্ত স্পেলে উড়ে গিয়েছিল ভারতের টপ অর্ডার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেও দেখা গিয়েছে একই চিত্র; শাহীন শাহ আফ্রিদি একাই ধ্বস নামিয়েছিলেন দলটির টপ অর্ডারে।
দুইবারই লাইনআপে একজন বামহাতি ব্যাটসম্যানের অভাব বোধ করেছিল টিম ইন্ডিয়া। তাই ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে বামহাতি যশস্বী জসওয়ালকে বিবেচনা করতে ভারতকে পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বহুল আকাঙ্খিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাকি আর অল্প কয়েক মুহূর্ত। তাই টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলোতে যেমন সাজ সাজ রব সৃষ্টি হয়েছে তেমনি দলও গুছিয়ে নেয়ার কাজ করে ফেলেছে টিম ম্যানেজম্যান্ট।
স্বাগতিক ভারতও সেটার ব্যতিক্রম নয়; অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা সহ তাদের পুরো স্কোয়াড প্রায় চূড়ান্ত। কিন্তু এখনও বেশ কিছু পজিশন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচকরা।
তেমনি একটা জায়গা হল ওপেনিং জুটি; অধিনায়ক রোহিত শর্মার সাথে কে ইনিংস উদ্বোধন করবে সেটা নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে তাঁদের। আপাতত শুভমান গিলের উপর ভরসা করলেও সদ্য আন্তজার্তিক ক্রিকেটে পা রাখা যশস্বী জসওয়াল বাধ্য করেছেন পুনরায় ভেবে দেখতে।
দুর্দান্ত এক আইপিএল মৌসুম কাটানো যশস্বী জসওয়ালকে ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য দলে রাখা হয়েছিল। প্রথম টেস্টের একাদশেও সুযোগ পেয়েছিলেন এই তরুণ, আর সেই ম্যাচে ১৭১ রানের ইনিংসে খেলেন তিনি।
আর এই ইনিংস খেলার মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলির অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে ফেলেন জসওয়াল। নিজের রেকর্ড ভাঙায় অবশ্য খুশিই হয়েছেন কিংবদন্তি ব্যাটার সৌরভ গাঙ্গুলি।
জসওয়ালের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে একটি বার্তাও পাঠিয়েছেন গাঙ্গুলি, সেখানে বলা হয়েছে বিশ্বকাপের জন্য রাজস্থান রয়্যালস তারকাকে যেন অবশ্যই দলে রাখা হয়।
শুধু রেকর্ড কিংবা রান দেখে নয়, যশস্বী জসওয়ালের ব্যাটিং টেকনিক দেখেই মূলত বেশি মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় ক্যাপ্টেন। এই উদীয়মান তারকার ব্যাটিং দলের লাইনআপে বৈচিত্র্য যোগ করবে বলে মনে করেন তিনি।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘অভিষেক ম্যাচে শতক হাঁকানো সবসময়ই বিশেষ। আমি নিজেও এটা করতে পেরেছি, তাই আমি জানি এমন মুহুর্ত কত আনন্দের। ব্যাটিং টেকনিকের দিক দিয়েও সে যথেষ্ট পরিপূর্ণ, তাঁকে সত্যিই আদর্শ অপশন মনে হয়। টপ অর্ডারে একজন বামহাতি ব্যাটসম্যানের উপস্থিতি সবসময় সাহায্য করে। তাই বিশ্বকাপের দলটিতে তাঁকে নেয়াটা আবশ্যক।’
অবশ্য এখন পর্যন্ত যশস্বী জসওয়ালকে পরিকল্পনায় আনেনি নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি তাঁকে, বরং এশিয়ান গেমসে অংশ নেয়া দলে নাম রয়েছে তাঁর। তবে সর্বমহলে সমাদৃত যশস্বী জসওয়াল হঠাৎ করে এশিয়া কাপে জায়গা পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।