সহ-অধিনায়ক হয়েও দলে জায়গা পাঁকা নয় রাহানের!

পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা শ্রেয়াস আইয়ার ফিরছেন প্রোটিয়াদের বিপক্ষে পরের সিরিজেই। আর তরুণ এ ব্যাটারের দলে ফেরা মানেই রাহানের বিদায় ঘন্টা আবারো আসন্ন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ডমিনিকা টেস্টে হাসেনি আজিঙ্কা রাহানের ব্যাট। ফিরেছিলেন মাত্র ৩ রানে। কুইন্সটাউন পার্ক ওভালে পরের টেস্টে তাই রানে ফিরতে মরিয়া ভারতের অভিজ্ঞ এ ব্যাটার। 

শ্রেয়াস আইয়ারের ইনজুরিতে কপাল খুলেছিল রাহানের। প্রত্যাবর্তনটাও রাঙিয়েছিলেন দারুণ ভাবে। প্রায় এক বছর বাদে দলে ফিরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। এরপর ভারতের টেস্ট দলে তাঁর হারানো সহ-অধিনায়ক পদটাও ফিরে পেয়েছিলেন। 

কিন্তু, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা শ্রেয়াস আইয়ার ফিরছেন প্রোটিয়াদের বিপক্ষে পরের সিরিজেই। আর তরুণ এ ব্যাটারের দলে ফেরা মানেই রাহানের বিদায় ঘন্টা আবারো আসন্ন। অবশ্য ব্যাটিং কোচ বিক্রম রাথোর মনে করেন, দলে রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারদের থাকা উচিৎ। 

এ নিয়ে নিজে মতামত জানাতে গিয়ে বলেন, ‘যদি টেকনিকের কথা বলেন, তাহলে রাহানের ব্যাটিং সলিড। ও আমাদের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওর থাকাটাও ড্রেসিংরুমে তরুণদের অনুপ্রেরণা জোগাবে।’

তারপরও ৩৫ এর কোঠায় পা রাখা রাহানের জন্য টেস্ট দলে এখন জায়গা টিকিয়ে রাখা বেশ কঠিনই। পরের টেস্টে বলার মতো কিছু করতে না পারলে পরের সিরিজেই তাঁর স্থানচ্যুত হয়ে পড়তে পারে। এটা ভাল ভাবেই জানেন স্বয়ং রাহানেও। 

অবশ্য ভারতীয় দলে জায়গা টিকিয়ে রাখতে যোগ্যতায় শেষ কথা নয়। টিম কম্বিনেশনের সাথে মিললেই তবে একজনের সুযোগ নিশ্চিত হয়। যেমন, নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন জয়দেব উনাদকাত।

১৩ বছরের ক্যারিয়ার। কিন্তু ভারতের হয়ে খেলতে পেরেছেন মোটে ৩ টা টেস্ট। ডমিনিকায় আগের টেস্টে যদিও বা খেলেছিলেন। কিন্তু অক্ষর প্যাটেলকে পরের টেস্টে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়তে পারেন বাঁহাতি এ পেসার। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটিং, বোলিং— দুই ইউনিটেই দারুণ পারফর্ম করেছিলেন শার্দুল ঠাকুর। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের টেস্টে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় থাকছেই।

যদিও ভারতের অধিনায়ক রোহিত শর্মা পরের ম্যাচের একাদশের জন্য খুব একটা পরিবর্তনের ইঙ্গিত দেননি। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে এক্সপেরিমেন্টের জায়গা খুব একটা নেই। 

কুইন্সটাউন পার্ক ওভালে উইন্ডিজের বিপক্ষে ম্যাচটা একটা ইতিহাসেরই অংশ হতে যাচ্ছে। কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে এটিই হতে যাচ্ছে ভারতের শততম টেস্ট। আর এ টেস্টটি শুরু হবে আগামী ২০ জুলাই। 

আগের টেস্টে অবশ্য ভারতের কাছে পাত্তাই পায়নি ক্যারিবিয়ানরা। অভিষিক্ত যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি আর রবিচন্দন অশ্বিনের স্পিন ঘূর্ণিত ইনিংস ও ১৪১ রানেই পরাজয় বরণ করে ওয়েস্ট ইন্ডিজ। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...