ইয়াশা নাকি চিটাগং, সত্যি বলছেন কে!

বিপিএল ২০২৫ এ একরকম অপ্রত্যাশিত চমক হিসেবে এসেছিলেন কানাডিয়ান মডেল এবং উপস্থাপিকা ইয়াশা সাগার। হোস্ট হিসেবে তাঁর সঙ্গে চুক্তি করেছিলেন দীর্ঘ বিরতি কাটিয়ে বিপিএলে ফেরা চিটাগং। শুরুটা দারুণভাবে হয়েছিল, দেশের ক্রিকেটাঙ্গনে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু শেষটা হলো হতাশায়। 

নাটকীয়তার বোধহয় এটাই বাকি ছিল, এবার বিতর্কে জড়ালো চিটাগং কিংস আর ইয়াশা সাগরের নাম। দুই পক্ষই দোষারোপ করছে একে অপরকে। ইয়াশার দাবি, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি তিনি, উল্টো তাঁর পাসপোর্ট আটকে রাখা হয়েছে ৷

অন্যদিকে চিটাগং বলছে ইয়াশা নিজেই চুক্তি অনুযায়ী কাজ করেননি, এতে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাঁদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে একরকম অপ্রত্যাশিত চমক হিসেবে এসেছিলেন কানাডিয়ান মডেল এবং উপস্থাপিকা ইয়াশা সাগর। হোস্ট হিসেবে তাঁর সঙ্গে চুক্তি করেছিলেন দীর্ঘ বিরতি কাটিয়ে বিপিএলে ফেরা চিটাগং।

শুরুটা দারুণভাবে হয়েছিল, দেশের ক্রিকেটাঙ্গনে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু শেষটা হলো হতাশায়। এই তারকার অভিযোগ, তাঁর ৪০ শতাংশ পারিশ্রমিক এখনো বকেয়া আছে। এছাড়া তাঁকে চুক্তির বাইরেও বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করতে বাধ্য করা হয়েছে। সবশেষে মালিকপক্ষের বিরুদ্ধে হুমকি দেয়া, পাসপোর্ট জব্দের মত গুরুতর অভিযোগ করেছেন তিনি।

অন্যদিকে চিটাগং বলছে ভিন্ন কথা; তাঁদের মতে, হুট করে জনপ্রিয়তা পেয়ে বিগড়ে গিয়েছিলেন ইয়াশা। কাজের চেয়ে হোটেলে বেশি সময় কাটাতেন তিনি; চুক্তির শর্ত অনুযায়ী একটি মোবাইল ফোন নির্মাণকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করার কথা থাকলেও টিভিসি শ্যুটিংয়ে যাননি। উল্টো তাঁর এজেন্ট ওই প্রতিষ্ঠানকে চিটাগংকে স্পন্সর না করতে পরামর্শ দেয়।

বাধ্য হয়ে গত দুই ফেব্রুয়ারি, এই মডেলকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগং। সেখানে বলা হয়, ‘চুক্তির ৯ নং ধারা অনুযায়ী আপনি (ইয়াসা) আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হওয়া সত্ত্বেও আপনি স্পন্সর ডিনারে যোগ দেননি। আপনি প্রয়োজনীয় স্পন্সর শুটিং এবং প্রচারমূলক কাজ সম্পূর্ণ করতে অবহেলা করেছেন। আপনার এমন অ-সম্মতি ফ্র্যাঞ্চাইজির (চিটাগং কিংস) সুনাম এবং আর্থিক ক্ষতি হয়েছে।’

নোটিশ পাওয়ার পরই বাংলাদেশ ছেড়ে যান ইয়াশা, এখন দেখার বিষয় দু’পক্ষের মধ্যে সৃষ্ট জটিলতা কাটবে কিভাবে। তবে সমাধান যাই হোক, এটা যে মুমূর্ষু বিপিএলের কফিনে আরো একটা পেরেক ঠুকে দিয়েছে তা নিশ্চিত।

Share via
Copy link