টি-টোয়েন্টিতে ফিরছে বিরাট-রোহিত জুটি

প্রায় এক বছর পেরিয়ে গেছে, ভারতের হয়ে টি-টোয়েন্টি সংস্করণে খেলতে দেখা যায়নি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই এ দুই ক্রিকেটারকে আদৌ পাওয়া যাবে কিনা, তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। তাছাড়া একাধিক সূত্র জানা গিয়েছে, আসন্ন বিশ্বকাপের জন্য এ দুই ক্রিকেটারকে সেভাবে অটোমেটিক চয়েস ভাবছে না টিম ম্যানেজমেন্ট।

তবে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে এ দুই ক্রিকেটারকেই ভারতীয় দলে প্রয়োজন। তাঁর মতে, এ দুই ক্রিকেটারের বয়স ৩৫ পেরিয়ে গেলেও সীমিত ওভারের ক্রিকেটার দারুণ সক্ষমতা রয়েছে তাদের মধ্যে।

এ নিয়ে ভারতের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিরাট কোহলি গত দেড় বছর ধরে দারুণ ফর্মে রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে কী দারুণ ব্যাট করলো সে। একই ভাবে রোহিত শর্মাও সীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষের জন্য আতঙ্কের এক নাম। এ দুজনই আবার ভাল ফিল্ডার। তাই তাদের দলে না রাখার কোনো কারণ পাচ্ছি না।’

ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও যে তাঁরা পারফর্ম করছেন তা জানিয়ে গাভাস্কার আরো বলেন, ‘ওরা যে বয়সে আছে, তাতে অনেকেই ফিল্ডিংয়ের সময় ধীরগতির হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু রোহিত-বিরাট, দুজনই দারুণ ফিল্ডার। তাছাড়া সিনিয়র হিসেবে ওরা ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব রাখতে পারবে। আমি জানি না, কে অধিনায়ক হবে। তবে সুরিয়াকুমার যাদবকে নেতৃত্ব দিলেও এ দুই ক্রিকেটারের দলে থাকা প্রয়োজন।’

প্রসঙ্গত, আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথমবারের মতো ২০টি দল অংশ নেবে এবারের আসরে। বৈশ্বিক এ আসরে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ঠাঁই পেয়েছে একসঙ্গেই। তাদের সঙ্গে আছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link