চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র; এর মূল কারণ বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে আসা খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজেরও একাধিক তারকা রয়েছেন, যাদের ক্রিকেটে হাতেখড়ি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে।
যদিও এই ক্রিকেটারদের সাফল্য আরো অনেককেই নিজ দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাতে উদ্বুদ্ধ করবে – এমন শঙ্কা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রামনরেশ সারওয়ান। তাছাড়া লাল বলে খেলার তুলনায় টি-টোয়েন্টির প্রতি বেশি আগ্রহী হওয়ায় ক্যারিবীয় অঞ্চলে টেস্ট ক্রিকেটের গুরুত্ব হ্রাস পেতে পারে বলেও মতামত দেন তিনি।
এই তারকা বলেন, ‘যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের খুব কাছেই, আমার মনে হয় সেখানে গিয়ে কেবল সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার সুযোগ পেলে অনেকেই পাড়ি জমাবে। পুরো বিশ্বেই আসলে এমনটা দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে তাঁদের হয়ে খেলার চেষ্টা করছে বিভিন্ন দেশের ক্রিকেটাররা।’
টি-টোয়েন্টির কারণে টেস্ট ক্রিকেটের আবেদন ম্লান হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাই একমাত্র কারণ সেটা বলব না, তবে টি-টোয়েন্টি লিগের কারণেই তরুণদের বড় একটা অংশ লাল বলের খেলায় মনোযোগ দিচ্ছে না। আমরা সবাই জানি টেস্ট খেলতে কি কি দক্ষতা প্রয়োজন, পাঁচ দিন ধরে খেলা হওয়ায় সব বিভাগেই সেরাটা দিতে হয়।’
বর্তমানে গায়ানার পেসার শামার জোসেফকে খুব কাছ থেকে অনুসরণ করছেন সাবেক এই ব্যাটার। উদীয়মান এ পেসারকে তিনি ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন। এছাড়া তাঁর কাছে নিকোলাস পুরানের পাওয়ার হিটিং দারুণ মনে হয়।
আন্তর্জাতিক পর্যায়ে সারওয়ানের প্রিয় ক্রিকেটারের তালিকায় আছেন হাশিম আমলা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিশেষ করে রোহিতের আত্মবিশ্বাস এবং কোহলির ওয়ার্ক এথিস্ক ও প্যাশনের বড় ভক্ত তিনি।