জাকারিয়া চৌধুরী, দ্য ফিউচার ‘মেসি’ অব বাংলাদেশ

কখনও তুখোড় ড্রিবল করছেন, প্রতিপক্ষের ফিজিকাল চ্যালেঞ্জ উপেক্ষা করছেন, বুলেটের মত গতি! কখনও নাটমেগ করছেন কিংবা নেইমারের মত রেইনবো ফ্লিক করছেন। বলের ওপর অসামান্য কনট্রোল রেখে পরাস্থ করছেন প্রতিপক্ষের রক্ষণকে, যি বক্সে ত্রাস সৃষ্টি করে গোলবার ভেদ করেছেন, গোলরক্ষকদের মনে কাঁপুনির কারণ হচ্ছেন।

কখনও তুখোড় ড্রিবল করছেন, প্রতিপক্ষের ফিজিকাল চ্যালেঞ্জ উপেক্ষা করছেন, বুলেটের মত গতি! কখনও নাটমেগ করছেন কিংবা নেইমারের মত রেইনবো ফ্লিক করছেন। বলের ওপর অসামান্য কনট্রোল রেখে পরাস্থ করছেন প্রতিপক্ষের রক্ষণকে, ডি বক্সে ত্রাস সৃষ্টি করে গোলবার ভেদ করেছেন, গোলরক্ষকদের মনে কাঁপুনির কারণ হচ্ছেন।

শৈশবে লিওনেল মেসির এমন আশ্চর্য্য প্রতিভা দেখেই তাই একটা ন্যাপকিনের ওপর সাইন করেছিলেন বার্সেলোনা। তবে, এই গল্পের ‘ক্ষুদে’ নায়ক লিওনেল মেসি নন। তবে, মাত্র নয় বছরের প্রতিভায় তিনি মেসির চেয়ে কমও কিছু নন।

লিস্টার সিটির অনূর্ধ্ব নয় দলে খেলেন, ইতোমধ্যেই ইংল্যান্ডের বুকে নিজের প্রতিভার বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁর নাম জাকারিয়া চৌধুরী হ্যাঁ, তিনিও বাংলাদেশি বংশদ্ভুত। ক্ষুদে এই শিশুটির পক্ষে বাংলাদেশের লিওনেল মেসি হওয়া সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকারিয়ার নিজস্ব পেজ আছে। যেটা তাঁর বাবা-মা’ই ম্যানেজ করেন। সেখানে কাভার ফটোতে লেখা, জাকারিয়া হলেন ‘দ্য ফিউচার অব বাংলাদেশ।’

গত এপ্রিলেও ব্ল্যাকবার্ন রোভার্সে অ্যাকাডেমির বিপক্ষে এক ম্যাচে হ্যাটট্রিক করেন জাকারিয়া। একই মাসে ইউরোপিয়ান একটা টুর্নামেন্টে খেলতে গিয়ে লিস্টার সিটিকে রানার আপ হতে সাহায্য করেন জাকারিয়া।

নামে চৌধুরী, কাজটাও কি চৌধুরীদের মতই হবে? এই লিস্টারেই বেড়ে ওঠা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি চড়িয়েছেন – ক’দিন হল, এবার কি তাহলে হামজার দেখানো পথেই হাঁটবেন জাকারিয়া?

বয়স মাত্র নয় বছর, আগাম কিছু বলা যাচ্ছে না। তবে, হামজা-সামিত সোমরা যদি বাংলাদেশকে সাফল্য এনে দিতে পারেন, তাহলে সেটা দেখে হলেও বাংলাদেশের প্রতি আকৃষ্ট হতে পারেন জাকারিয়াদের মত হাজারো কিশোর ফুটবল প্রতিভা।

Share via
Copy link