‘জিম্বাবুয়ের সাথে খেলা সহজ হবে না’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের অনুশীলন শেষে তাসকিন আহমেদ জানিয়েছেন এবার অনুশীলন নিয়ে কোন অভিযোগ থাকবে না তাদের। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ হলেও এই পেসার মনে করেন সেরাটা দিয়ে ঠিকই ভালো করবেন তারা।

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াটওয়াশ হয়ে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়াকে দায়ী করেছিলেন অনেক ক্রিকেটার। তবে জিম্বাবুয়ে সফরে প্রস্তুতি নিয়ে কোন অভিযোগ নেই তাসকিনের। এই পেসার জানিয়েছেন ব্যাটসম্যানরা ও বোলাররা ভালো ভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

তাসকিন বলেন, ‘সাত বছরের ভিতর প্রথম বার জিম্বাবুয়ে আসলাম। অনুশীলন সেশন ভালো হচ্ছে, ব্যাটসম্যান ও বোলাররা ভালো ভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা আগামীকাল থেকে অনুশীলন ম্যাচ খেলবো। অনুশীলন নিয়ে কোন অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।’

২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ ড্র ও ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এর আগে ২০১১ সালেও জিম্বাবুয়েতে টেস্ট হেরেছিল সাকিব তামিমরা। তাসকিন আহমেদ মনে করেন এবারও সহজও হবে না তাঁদের জন্য। তবে তাঁর বিশ্বাস নিজেদের সেরাটা দিয়ে ঠিকই ভালো করবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘জিম্বাবুয়ের সাথে খেলা সহজ হবে না। আমাদের কঠিন কন্ডিশন এবং প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। কোন ম্যাচই সহজ না। এর ভিতর থেকেই আমাদের সেরাটা দিয়ে বের হয়ে আসতে হবে। আগের থেকে এখন ভালো হচ্ছে। উন্নতি হচ্ছে, আরো উন্নতির জায়গা রয়েছে। আমি মাঠের বাইরের প্রসেসটা ফলো করছি। ঐটা আমার নিয়ন্ত্রণে আছে। শতভাগ দিয়ে যাচ্ছি। যদি উন্নতি করতে পারি ভবিষৎয়ে ভালো কিছু হবে। এই সিরিজেও ভালো কিছু করতে আশাবাদী ইনশাআল্লাহ।’

গত কয়েক মাস হলো বায়ো বাবলে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই সময়ে দুটি আন্তর্জাতিক সিরিজের সাথে একটি ঘরোয়া টুর্নামেন্টেও খেলেছেন তারা। দীর্ঘ সময় বায়ো বাবলে থাকলে বাড়তি একটা চাপ এসে যায়। তবে তাসকিন জানিয়েছেন মানসিক ভাবে প্রস্তুত আছেন তাঁরা।

এই পেসার বলেন, ‘আসলে বায়ো বাবল সহজ নয়। ঢাকায় খেললে পরিবার থেকে দূর থাকতে হয়। আসলে হোম এবং অ্যাওয়ে সবই বায়ো বাবলের ভিতর থাকে। আমাদের মানসিক প্রস্তুত থাকতে হয়। তারপরেও খেলার ভিতর একটা চাপ থাকেই। এটা সহজ না। এর ভিতর দিয়েও ভালো করে দেশকে জয় উপহার দিতে চাই।’

আগামী সাত জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। একমাত্র টেস্ট শেষে একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link