এলপিএলের নিলামে ছয় বাংলাদেশি

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরে খেলার জন্য নিলামে নাম নিবন্ধন করেছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসানের সাথে এই তালিকায় রয়েছেন তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরে খেলার জন্য নিলামে নাম নিবন্ধন করেছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসানের সাথে এই তালিকায় রয়েছেন তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।

বিদেশি ক্রিকেটারদের ভিতর এলপিএলের দ্বিতীয় আসরের নিলামে আরো নাম নিবন্ধন করেছেন ব্রেন্ডন টেলর, মরনে মরকেল, শেল্ডন কটরেল, উসমান খাজা, টেম্বা বাভুমা, জেমস ফকনার, সন্দ্বীপ লামিচানে, রভমেন পাওয়েল, হারিস সোহেল, আসগর আফগান, কেশব মহারাজ, শান মাসুদ, রাইলি রুশো ও রাসি ভন ডার ডুসেন।

সব কিছু ঠিক থাকলে এলপিএলের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ৩০ জুলাই। পাঁচ দল নিয়ে এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়ে ছিল হাম্বানটোটায়। এবারও করোনা মহামারীর কারণে জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে একটি ভেন্যুতে। এলপিএলের প্রথম আসরে শিরোপা জিতেছিল জাফনা স্ট্যালিয়ন্স।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রবিন উইকরামারত্নে এক বিজ্ঞপ্তিতে বলেন, আমরা গত বছর সফল ভাবে এলপিএল আয়োজন করায় এবার অনেক খেলোয়াড়ই এলপিএল খেলতে মুখিয়ে আছেন। এটা অবশ্যই শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।’

এসএলসির মেডিকেল কমিটির প্রধান অধ্যাপক অর্জুনা ডি সিলভা ইএসপিএন ক্রিকইনফোকে বলেেন, এটি অবশ্যই একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে আমাদের জন্য। গতবার আমরা দ্বিতীয় ধাঁপের মাঝখানে ছিলাম, তবে এবার একে বারে আলাদা।

এলপিএলে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা

  • বাংলাদেশ: সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, মেহেদী হাসান মীরাজ, সৌম্য সরকার তাসকিন আহমেদ।
  • অস্ট্রেলিয়া: উসমান খাজা, বেন কাটিং, জেমস ফকনার, বেন ডানক, কলাম ফার্গুসন
  • ওয়েস্ট ইন্ডিজ: শেরফেন রাদারফোর্ড, দিনেশ রামদিন, ডোয়াইন স্মিথ, রোভমেন পাওয়েল,
    নিকোলাস পুরান, রিয়াদ এমরিট, রবি রামপল, জনসন চার্লস ও শেল্ডন কটরেল।
  • পাকিস্তান: হারিস সোহেল, ওয়াকাস মাকসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মাকসুদ, আনোয়ার আলী, আম্মাদ বাট ও শান মাসুদ।
  • দক্ষিণ আফ্রিকা: ডেভিড ভিসা, জন জন ট্রেভর স্মটস, মরনে মরকেল, রাসি ভন ডার ডুসেন, কেশব মহারাজ, তবরেজ শামসি, হার্ডাস ভিলজোয়েন, টেম্বা বাভুমা ও রিলি রসু।
  • আফগানিস্তান: আসগর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, উসমান শিনওয়ারী, রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, নবীন উল হক, কায়েস আহমেদ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...