জুটির অভাবেই বিপর্যয়!

সিরিজের প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। দলের এমন ভরাডুবির জন্য জুটি গড়তে না পারাকেই দায়ী করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ হারলেও বোলারদের প্রশংসা করে বাংলাদেশের অধিনায়ক আশা প্রকাশ করেছেন পরের ম্যাচেই আরো শক্তিশালী হয়ে ফিরে এসে সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ।

বোলারদের নৈপুণ্যে লক্ষ্যটা নাগালেই ছিলো বাংলাদেশের। ১২৯ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরুও পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙার পরই পথ হারায় বাংলাদেশের ইনিংস। কিউই স্পিনারদের স্পিন বিষে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে ৫২ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। দুই অংকের ঘরেই যেতে পারেননি আট ব্যাটসম্যান।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি ছিলো ২৩ রানের। যেটা উদ্বোধনী জুটিতে সংগ্রহ করেছিলেন নাঈম শেখ ও লিটন দাস। এছাড়া মুশফিকুর রহিম নুরুল হাসান সোহানকে নিয়ে ১৪ রানের জুটি ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ১১ রানের জুটি গড়েছিলেন। এই তিন জুটি ব্যতীত আর কোন জুটি স্পর্শ করেনি দুই অংকের রান। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানিয়েছেন জুটি গড়তে না পারার কারণেই হেরেছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ বলেন, ‘বোলাররা তাদের জায়গা থেকে দুর্দান্ত ছিলো। কিন্তু ব্যাট হাতে আমরা ভালো শুরু করেও নিয়মিত উইকেট হারিয়েছি। আশা করি আমরা পরের ম্যাচে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবো। মিডল অর্ডার ভালো ব্যাটিং করেছে। টপ অর্ডার গত ম্যাচে ভালো করেছিল। আজ আমরা জুটি গড়তে ব্যর্থ হয়েছি। এটা নিয়ে আমাদের কাজ করা দরকার। এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। আশা করি পরের ম্যাচ জিতে আমরা সিরিজ জয় নিশ্চিত করতে পারবো।

নিউজিল্যান্ডের জয়ে ম্যাচ সেরা হয়েছেন আজাজ প্যাটেল। চার ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট শিকার করেন এই স্পিনার। এছাড়া চার ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট শিকার করেন কোল ম্যাককঞ্চি। আরেক স্পিনার রাচিন রবীন্দ্রও দারুণ বল করে পেয়েছেন এক উইকেট। আগের দুই ম্যাচেও দারুণ বল করেছিলেন প্যাটেল।

ম্যাচ শেষে এই স্পিনার বোলারদের প্রশংসা করে জানিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরির থেকে কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়েই সফল হয়েছেন তিনি। ভেট্টোরি গত দুই বছর স্পিন বোলিং কোচ ছিলেন বাংলাদেশের। চলতি বছরের মার্চে দায়িত্ব ছেড়েছেন এই স্পিনার।

প্যাটেল বলেন, ‘আপনি এই রকম কন্ডিশনে সাফল্য পাবেনই যদি দায়িদ্ব নেন। আমি মনে করি আমাদের সব বোলাররাই দুর্দান্ত বোলিং করেছে এবং উইকেট পাওয়ার জন্য দারুণ কাজ করেছে। আমাদের পেসাররাও ভালো করেছে। আমার ভেট্টোরির সাথে কথা হয়েছিল তিনি আমাকে এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা দিয়েছিলেন।

বাংলাদেশের অধিনায়কের জুটি গড়তে না পারা নিয়ে আক্ষেপ থাকলেও অন্তত এই আক্ষেপটা নেই নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামের। কারণ ৬২ রানে ৫ উইকেট হারানোর পর কোল ম্যাককঞ্চি ও হেনরি নিকোলসের ৫৫ বলে ৬৬ রানের দারুণ এক জুটিতেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল কিউইরা। এরপর দারুণ বোলিংয়ে দলের জয় নিশ্চিত করেন বোলাররা। লাথাম এই দুই ব্যাটসম্যানের সাথে প্রশংসা করেছে বোলারদেরও।

লাথাম বলেন, ‘খুব ভালো পারফরম্যান্স হয়েছে আজ। আমরা আগেই দ্রুত উইকেট হারালেও জুটি গড়ে লড়াইয়ের পুঁজি পেয়েছিলাম। আজ বোলাররা দুর্দান্ত বল করেছে। ব্লান্ডেল এবং নিকোলস দারুণ করেছে। আমাদের বোলাররা যে ভাবে চাপ প্রয়োগ করে উইকেট নিয়েছিল সেটা অসাধারণ ছিলো। তবে আমরা জানতাম এখানে আমাদের কাজটা কঠিনই হবে।

জানিয়ে রাখা ভালো, আগামী আট অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে যথারীত বিকাল চারটায়। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link