শূন্যহাতে ফেরা অজি নায়ক

ক্রিকেট বিশ্বে আভিজাত্যের অপর নাম অস্ট্রেলিয়া। বর্ণিল এক ইতিহাস সমৃদ্ধ ক্রিকেট খেলুড়ে এক দেশ। ক্রিকেটের আদিকাল থেকেই যাদের পদচারণা ক্রিকেটাঙ্গনে। কতশত নামকরা ব্যাটাররা ক্রিকেটের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন। সেসবের একটা হিসেব টানতে গেলে বেশ খানিকটা সময় বয়ে যাবে নদীর স্রোতের মত করে।

প্রশংসা কুড়াবার মত রেকর্ড যেমন রয়েছে, তেমনি খানিকটা নিন্দা করবার মত রেকর্ডেও রয়েছে অজি ব্যাটারদের নাম। তেমনই এক রেকর্ড নিয়ে থাকছে আজকের আলোচনা। ক্রিকেটের এই বিবর্তনে বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। সেই টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশিবার শূন্য রানে ফেরাদের গল্প থাকছে।

  • অ্যারন ফিঞ্চ 

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডানহাতি ব্যাটার অ্যারন ফিঞ্চ। তিনি মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করতে চান। ঠিক সে কারণেই সাদা বলের দীর্ঘ ফরম্যাটের পাট চুকিয়ে ফেলেছেন ফিঞ্চ। তবে এই টি-টোয়েন্টি ফরম্যাটেই সবচেয়ে বেশিবার লজ্জাজনক রানে আউট হয়েছেন ফিঞ্চ।

দীর্ঘ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি হলুদ জার্সিতে মাঠে নেমেছেন বহুবার। এর মধ্যে আট দফা তিনি প্যাভিলিয়নে ফিরেছেন শূন্যহাতে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বেশ প্রসিদ্ধ এই ব্যাটার। তাইতো শুরু থেকেই তিনি আক্রমণ চালাতে চান। কিন্তু সেই আগ্রাসন অনেক সময় তাঁকে বিপদে ফেলে দিয়েছে।

  • ডেভিড ওয়ার্নার

বর্তমান সময়ের অন্যতম সেরা ওপেনারদের একজন ডেভিড ওয়ার্নার। আগ্রাসন সাথে ধারাবাহিকতা, এই দুইয়ের সংমিশ্রণে দাপটের সাথেই তিনি বিরাজ করছেন ক্রিকেট দুনিয়ায়। কতশত রেকর্ডে তিনি নিজের নামটি লিখিয়েছেন! টি-টোয়েন্টি ফরম্যাটেও তিনি দুর্দান্ত। একটি শতকও রয়েছে তাঁর নামের পাশে।

তবে বিপরীত এক রেকর্ডেও তিনি খুঁজে পান নিজের নাম। ছয়টি ডাক রয়েছে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে। ব্যাট হাতে সাবলীল ওয়ার্নার অধিকাংশ সময়েই তিনি বাইশ গজে বোলারদের শাসন করেছেন। তবুও তিনি আজকের তালিকায় অবস্থান করছেন দ্বিতীয় নম্বরে।

  • অ্যাস্টন অ্যাগার

উপমহাদেশের বাইরে যেকোন দেশেই পেসারদের বেশ একটা আধিপত্য রয়েছে। অস্ট্রেলিয়াও সেদিক থেকে ব্যতিক্রম নয়। তবুও স্পিনার হবার সাহসিকতা নিয়ে বহু ক্রিকেটার গায়ে জড়িয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের জার্সি। তাদেরই একজন অ্যাস্টন অ্যাগার।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচ গুলোর মধ্যে ব্যাট হাতে এক নেতিবাচক রেকর্ডে নিজেকে জড়িয়ে ফেলেছনে অ্যাগার। তিনি চার ইনিংসে শূন্য রানে ফিরেছেন সাজঘরে। যদিও ব্যাট হাতে নামার খুব একটা সুযোগ মেলে না তাঁর।

  • ডেভিড হাসি 

টি-টোয়েন্টি ক্রিকেট বিবেচনায় ডেভিড হাসি ছিলেন ভীষণ মারকুটে ব্যাটার। স্বল্প সময় তিনি ছিলেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গী। এই সময়ে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নেমেছিলেন অজিদের হয়ে। ব্যাট হাতে মিডল অর্ডারে সাতশর বেশি রানও করেছেন তিনি।

এছাড়া তিনটি অর্ধশতকও রয়েছে তাঁর নামের পাশে। তাছাড়া খালি হাতে ফিরে আসার রেকর্ডেও তিনি রয়েছে। তবে সেখানে নিচের দিকেই তাঁর অবস্থান। অ্যাস্টন অ্যাগারের সমান চারটি ডাক মেরেছেন হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link