ভারতের হয়ে ক্ষণিকের ক্যারিয়ার

প্রতিভার অপচয় হওয়ার সংখ্যাটা ভারতীয় ক্রিকেটে খুব একটা নগণ্য না। দেখে নেওয়া যাক সাম্প্রতিক সময়ের এমন ৪ ক্রিকেটারকে, যারা জাতীয় দলের দরজা ডিঙিয়ে প্রবেশ করেও সেখান থেকে ছিটকে গিয়েছেন লম্বা সময়ের জন্য। 

ভারতীয় ক্রিকেটে প্রতিভার যেন অন্ত নেই। প্রায় একশো ত্রিশ কোটি দেশটা রীতিমত ক্রিকেটার তৈরির কারখানা। আর এ কারণেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্ন পূরণ করতে ভারতীয় ক্রিকেটারদের নিজেদের মধ্যেই তুমুল প্রতিযোগিতা করে জায়গা করে নিতে হয়। এর মধ্যে কেউ কেউ বিশ্ব ক্রিকেটে নিজের নাম ফুটিয়ে তোলেন, আবার কেউ কেউ ঝরেও যান।

প্রতিভার অপচয় হওয়ার সংখ্যাটাও তাই ভারতীয় ক্রিকেটে খুব একটা নগণ্য না। দেখে নেওয়া যাক সাম্প্রতিক সময়ের এমন ৪ ক্রিকেটারকে, যারা জাতীয় দলের দরজা ডিঙিয়ে প্রবেশ করেও সেখান থেকে ছিটকে গিয়েছেন লম্বা সময়ের জন্য।

  • শিভাম মাভি

উত্তর প্রদেশের এই পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের গল্পটা ছিল দুর্দান্ত। এ বছরেরই শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। আর তার সুবাদে পরের সিরিজেও পেয়েছিলেন সুযোগ।

কিন্তু সেই সুযোগটা হেলায় হারিয়েছেন এ পেসার। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া মাভি পরের ৫ ম্যাচে নেন মাত্র ৩ উইকেট। ব্যাস। এরপরই দল থেকে ছিটকে যান তিনি। ভারতের জার্সি গায়ে আর মাঠে নামা হয়নি এ পেসারের।

  • রাহুল ত্রিপাঠি 

আইপিএল যারা ফলো করেন, তাদের নজর এড়ানোর কথা নয় এ প্রতিভাবান ব্যাটারের থেকে। প্রতিভার স্বাক্ষর রেখে তাই জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। শিভাব মাভির মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই শুরু।

অভিষেক ম্যাচে নিজেকে তেমন রাঙাতে না পারলেও পরের ম্যাচেই খেললেন ১৬ বলে ৩৫ রানের ইনিংস। এরপর দুই ম্যাচ বাদে আবারো ২২ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেললেন এ ব্যাটার। কিন্তু সেটিও যেন যথেষ্ট হলো না নির্বাচকদের কাছে। দল থেকে বাদ পড়লেন। এর থেকে আর ফেরার রাস্তাটাও তৈরি হয়নি।

  • শাহবাজ আহমেদ

শাহবাজ আহমেদের সুযোগটা মিলেছিল নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতে। খুব একটা সুযোগ অবশ্য মেলেনি বাংলার এ ক্রিকেটারের। ২০২২ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া শাহবাজ এই ফরম্যাটে সুযোগ পেয়েছেন মাত্র ৩ টি ম্যাচে।

এরপর ২০২৩ এ এসে টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পেলেও সে ফরম্যাটে থিতু হতে পারেননি এ ক্রিকেটার। ফলাফল, আপাতত নির্বাচকদের রাডারের বাইরেই রয়েছেন শাহবাজ আহমেদ।

  • সাঁই কিশোর

নামে কিশোর হলেও, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পা পড়েছিল ২৭ বছর বয়সে। এবারের এশিয়ান গেমসে ভারতের হয়ে সুযোগ মিলেছিল তাঁর। অবশ্য ভারতের দলটাই ছিল তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া একটি দল।

তো, এশিয়ান গেমসের সেই টুর্নামেন্টে সাঁই কিশোর স্বর্ণজয়ী হলেও ভারতীয় ক্রিকেটে এরপর আর ডাক পড়েনি তাঁর। ৩ ম্যাচে ৪ উইকেটের তাই থেমে আছে এ স্পিনারের আন্তর্জাতিক ক্যারিয়ার

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...