নারীদের আইপিএল নিলামে নয় বাংলাদেশি

চূড়ান্ত তালিকায় ঠাই পেয়েছেন ২৪৬ ভারতীয় আর ১৬৩ জন বিদেশি ক্রিকেটার। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে হতে যাওয়া সেই নিলাম থাকেবন বাংলাদেশের নয় ক্রিকেটারও।

প্রথমবারের মত ভারতে আইপিএলের আদলে আয়োজিত হতে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। পাঁচ দলের এই আসর মাঠে গড়াবে ৪ মার্চ থেকে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই নিলামের খেলোয়াড় তালিয়া প্রস্তুত করে ফেলেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

প্রাথমিক ভেব দেড় হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করলেও চুড়ান্ত তালিকায় ঠাই পেয়েছেন ৪০৯ ক্রিকেটার। যার মধ্যে আছে আছে নয়জন বাংলাদেশি ক্রিকেটারও।

চূড়ান্ত তালিকায় ঠাই পেয়েছেন ২৪৬ ভারতীয় আর ১৬৩ জন বিদেশি ক্রিকেটার। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে হতে যাওয়া সেই নিলাম থাকেবন বাংলাদেশের নয় ক্রিকেটারও। সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে বাংলাদেশের কেউ না থাকলেও দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন দুই অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদ। এরপরই ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন আরো ছয় ক্রিকেটার।

নিগার সুলতানা,জাহানারা আলম, নাহিদা আক্তার,লতা মন্ডল,রিতু মনি ও সোবহানা মোস্তারিরা থাকবেন তৃতীয় ক্যাটাগরিতে। অন্যদিকে সম্প্রতিই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে আসা স্বর্ণা আক্তার আছেন ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

ডব্লিউপিএলের প্রথম আসরের পাঁচ ফ্রাঞ্চাইজি হবে দিল্লি, মুম্বাই, গুজরাট, ব্যাঙ্গালুরু ও লখনৌ।২০১৮ সালে দুটি দল নিয়ে আইপিএলের আদলে মেয়েদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করে বিসিসিআই। তখন সেটির নাম ছিলো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। পরে তিন দল নিয়ে এই টুর্নামেন্টের আরো তিনটি আসর অনুষ্ঠিত হয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...