ক্যারিয়ার জুড়ে বিরাট কোহলি যা করেছেন তাতে মুগ্ধ হতে হয়েছে সবাইকেই। তাই তো বিশ্ব ব্যাপী ভক্ত-সমর্থকের অভাব নেই তাঁর, সেসব ভক্তদের নানান কান্ড ইন্টারনেটে হরহামেশাই দেখা যায়। তবে এবার এক ভক্তের এমন এক ঘটনা প্রকাশ পেয়েছে যেটি নাড়িয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
আলোচিত এই মানুষের নাম সিজু বালানন্দন। বারো বছর আগের এক ফেসবুক পোস্টে তিনি কোহলিকে নিয়ে ভবিষ্যতবাণী করেছিলেন; আর সেটাই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। কেননা বিরাট, শচীনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড টপকে যাবেন তাঁর এমন অনুমান সম্প্রতি সত্য হয়েছে।
তবে দু:খের ব্যাপার, নিজের এই ভবিষ্যতবাণী বাস্তব হওয়ার মুহূর্ত স্বচক্ষে দেখতে পারছেন না বালানন্দন। কারণ, ইতোমধ্যে ইহলোকের মায়া ত্যাগ করে অজানা দেশে পাড়ি জমিয়েছেন তিনি। কোহলির রেকর্ড গড়া দিনে বেঁচে থাকলে নিশ্চিতভাবেই দারুণ খুশি হতেন এই ভক্ত।
২০১২ সালের ২২ জুলাই বিরাট কোহলির ছবি নিজের ফেসবুক একাউন্টে আপলোড করেছিলেন তিনি। আর ছবির ক্যাপশনে লিখেন, ‘বিরাট উইল ব্রেক শচীনস রেকর্ড ইন ওয়ানডে হান্ড্রেড’। ক্রিকেট ঈশ্বরের সঙ্গে ততকালীন এক ছোকরার তুলনা মানতে পারেনি কেউই, ফলে হাসির উপলক্ষ হয়ে দাঁড়ায় সেই পোস্ট।
কিন্তু নিজের বিশ্বাস আঁকড়ে ধরেছিলেন বালানন্দন; পোস্ট মুছে ফেলা তো দূরে থাক, উল্টো বিরাট কোহলি যখনই সেঞ্চুরি করতেন তখনি কমেন্ট বক্সে লিখে রাখতেন তিনি। এভাবেই চলেছে অনেকটা সময়, কোহলি ততদিনে ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন।
২০১৮ সালে এই ব্যাটার ৩৫তম শতকের দেখা পান, অন্যান্য বারের মত এবারও সেই হিসেব টুকে রাখেন সাজু, সেই সাথে লিখেন আর ১৫ টি সেঞ্চুরির অপেক্ষা। কিন্তু অপেক্ষার শেষটা দেখতে পারলেন না তিনি কারণ পৃথিবী ছেড়ে মৃত্যুর ডাকে সাড়া দিতে হয় তাঁকে।
অবশ্য গণনার কাজ থেমে যায়নি, বন্ধুর স্মৃতি ভুলে যেতে দেননি নিখিল, সুরাজরা। তাঁরা নিজেরাই এরপর থেকে নিয়মিত কমেন্ট করতে শুরু করেন। দেখতে দেখতে গত ১৫ই নভেম্বর কোহলি ভেঙে ফেলেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। সেখানেই তাই থেমে যায় সেঞ্চুরির হিসেব।
হিসেব থামলেও সেঞ্চুরি থামবে না নিশ্চয়ই; ভারতীয় ক্রিকেট তারকা আরো অনেকবার হেলমেট খুলে উদযাপন করবেন। একটা সময় সম্ভবত পূর্বসূরির শততম শতকের রেকর্ডও ভূলুণ্ঠিত হবে তাঁর পায়ের কাছে। সেদিন আবারো কেউ কেউ হয়তো স্মরণ করবে সাজু বালানন্দনের এই পোস্ট, এই ভবিষ্যতবাণী।