ফের বিতর্কের মুখে পাকিস্তান ক্রিকেট। বিশ্বকাপ ব্যর্থতা পর থেকে যেন দেশটির ক্রিকেট পাড়ায় অস্থিতিশীলতা চলছেই।
বিশ্বকাপ চলাকালীনই প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইনজামাম উল হক। বিশ্বকাপ শেষের পরই আবার তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম।
এরপরই বেশ কিছু রদবদল ঘটে পাকিস্তান ক্রিকেটে। তিন ফরম্যাটের জন্য পৃথক অধিনায়ক ঘোষণা করা হয়। আর প্রধান নির্বাচকের দায়িত্বে আসেন ওয়াহাব রিয়াজ। তবে নতুন খবর হলো, ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলাট জন্য অনাপত্তিপত্র ইস্যুতে এ নির্বাচকের উপর চরম ক্ষিপ্ত পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, ওয়াহাব রিয়াজ আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় চুক্তিভূক্ত ক্রিকেটারদের জাতীয় দলকেই অগ্রাধিকার দিতে হবে। তাছাড়া, যে কোনো ক্রিকেটারই যেহেতু জাতীয় দলের বিবেচনায় থাকবেন, তাই তাঁকে ঘরোয়া ক্রিকেট লিগ খেলতে হবে।’
ওয়াহাব রিয়াজের এমন শর্তের কারণেই ইমাদ ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ নিয়ে সে সূত্র জানিয়েছে, টি-১০ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে ইমাদকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সে সব টুর্নামেন্ট খেলতে যে অনাপত্তিপত্র লাগবে, তা পেতেন না ওয়াসিম। আর এ কারণেই তিনি অবসর নিয়েছেন।
যদিও জানা গেছে, অবসর নেওয়ার পরও এখন পর্যন্ত আবু ধাবি টি-১০ টুর্নামেন্ট খেলার জন্য অনাপত্তিপত্র পাননি ইমাদ ওয়াসিম। পিসিবি প্রধান জাকা আশরাফ আগেই ক্রিকেটারদের জন্য শর্ত বেঁধে দিয়েছিলেন, পিএসএল বাদে একটি লিগেই খেলতে পারবে পাকিস্তানি ক্রিকেটাররা।
কিন্তু অবসর নেওয়ার কারণে পিসিবির সাথে কোনো চুক্তিতেই নেই ইমাদ ওয়াসিম। সে ক্ষেত্রে এনওসি পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো বাঁধা থাকার কথা নয়। তারপরও অজানা কারণে আটকে আছে ইমাদের অনাপত্তিপত্র।
আর এই অনাপত্তিপত্র ইস্যুতেই পিসিবি প্রধান জাকা আশরাফ ও প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের উপর কিছু ক্রিকেটারের অসন্তুষ্টির খবর শোনা যাচ্ছে। কেননা, এরই মধ্যে আবু ধাবি টি-টোয়েন্টি লিগ সহ এসএ টি-টোয়েন্টি, বিগব্যাশে চুক্তি করেছেন পাকিস্তানি কয়েলজন ক্রিকেটার। কিন্তু সব ঠিক থাকলেও তাদের অংশ নেওয়াটাই আটকে যাচ্ছে এই অনাপত্তিপত্র ইস্যুতেই।
অবশ্য প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সাথে ক্রিকেটারদেট মতবিরোধের ঘটনা এবারই প্রথম নয়। দায়িত্ব নেওয়ার পর টেস্ট দলে ফিরিয়েছিলেন হারিস রউফকে। অথচ শেষ এক বছরে এ পেসার লাল বলের ক্রিকেটেই ছিলেন না।
প্রাথমিক দল ঘোষণা দুই দিন বাদেই সে স্কোয়াড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান রউফ। আর এরপরই পাকিস্তান ক্রিকেটে হারিস-ওয়াহাব ইস্যুতে তৈরি হয় নতুন বিতর্ক, আলোচনা ও সমালোচনা। সেই ঘটনার রেশ না কাটতেই এবার এনওসি না দেওয়া ইস্যুতে জড়িয়ে যাচ্ছে ওয়াহাব রিয়াজের নাম। সব মিলিয়ে নতুন দায়িত্বে বেশ কিছু চ্যালেঞ্জের মাঝেই কাটাতে হচ্ছে সাবেক এ পেসারকে।