রোহিত কেন এতদিন টি-টোয়েন্টি খেলেননি?

২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মার বয়স হবে ৪০। সেই বিশ্বকাপে ভারতীয় এ ওপেনার যে খেলবেন না, সেটি প্রায় নিশ্চিতই। তবে মাস ছয়েক বাদেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটের বাইরে রয়েছেন রোহিত।

এমনকি ওয়ানডে বিশ্বকাপ শেষের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলে নেই এ ওপেনার। ফলত, রোহিতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। এই ফরম্যাটে আদতে রোহিত কি ফিরবেন? এমন একটা প্রশ্ন যখন চার দিক থেকে উঠছে, ঠিক তখনই খবর বেরিয়েছে, এই ফরম্যাটে ফেরানোর জন্য রোহিতের সাথে আলোচনায় বসেছে বিসিসিআই।

আর এমন খবরেই প্রবল আপত্তি জানিয়েছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, রোহিত কখনোই এই ফরম্যাট ছাড়ার কথা বলেননি। তাহলে কেন তাঁর সাথে ফেরানোর আলোচনায় বসতে হবে? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-একটা টুইট করেছেন জনপ্রিয় এ ধারাভাষ্যকর।

সেখানে তিনি লিখেছেন, ‘আমি মনে করি না, রোহিত কখনও ভারতের এই দলকে নেতৃত্ব দেওয়া ব্যাপারে ‘না’ বলেছেন। এখন যেখানে তিনি কখনোই ‘না’ বলেননি, তাহলে তাঁকে ফিরিয়ে আনার কথা হচ্ছে কেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত আর বিরাট কেন খেলেননি, এটাই তো রহস্যের বিষয়। এটা কিন্তু কেউ উদঘাটন করেনি।’

যদিও রোহিতের টি-টোয়েন্টি না খেলার পেছনে একটা কারণ উল্লেখ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তাদের মতে, বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘এটা নতুন কোনো ঘটনা নয়। গত এক বছরে ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর ছিল বলে রোহিত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি। খুব শীঘ্রই তিনি ফিরবেন।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link