সিরিজের ফলাফল আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল; শেষ ম্যাচটা তাই কেবলই নিয়ম রক্ষার জন্য। তবে দুই পরাশক্তি ভারত আর অস্ট্রেলিয়ার দ্বৈরথ রোমাঞ্চ ছড়িয়েছে শেষ বল পর্যন্ত। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচে কখনো এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা, কখনো আবার নিয়ন্ত্রণ ছিল অজিদের হাতে।
জয়ের জন্য শেষ ছয় বলে ১০ রান লাগতো ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের; ক্রিজে তখন সেট ব্যাটার ম্যাথু ওয়েড, বোলিংয়ে আর্শ্বদীপ সিং। দুজনের দ্বন্দে হাসিটা অবশ্য হেসেছেন এই পেসার, প্রথম দুই বলে কোন রান না দিয়ে তৃতীয় বলে আউট করেছেন প্রতিপক্ষের অধিনায়ককে। এতেই জয় নিশ্চিত হয়ে যায় টিম ইন্ডিয়ার।
এমন জয় পাওয়ার দিনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে খোঁচা দিতে ভোলেনি ভারতীয়রা। আইপিএলের ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংসও সামলাতে পারেনি নিজেদের। ওয়েডের আউট হওয়ার ভিডিও পোস্ট করে তাঁরা ক্যাপশনে লিখেছে, ‘নট এগেইনস্ট দ্য লেফট-আর্ম পেসার, ম্যাথু ওয়েড।’
গত কয়েক বছর ক্রিকেট অনুসরণ করা যেকেউ এমন পোস্টের কনটেক্সট বুঝতে পারবেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তেজনাপূর্ন সেমিতে জয়ের নায়ক বনে গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান উইকেটকিপার। শাহীন শাহ আফ্রিদিকে সেদিন টানা তিন ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলেছিলেন তিনি।
সেই ঘটনা মনে করিয়ে দিতেই মূলত এমন উদ্যোগ নিয়েছে পাঞ্জাব, স্নায়ুচাপের সময় আর্শ্বদীপ যে শাহীনের চেয়ে ভাল সেই বার্তাই দিয়েছে তাঁরা। মুহুর্তের মাঝে এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে। খুব স্বাভাবিকভাবেই ব্যঙ্গ বিদ্রূপ শুনতে হচ্ছে পাক তারকাকে।
আর্শ্বদীপ ছাড়াও ভারতের জয় পাওয়ার দিনে রবি বিষ্ণয়, মুকেশ কুমাররা দারুণ পারফরম করেছেন। বিষ্ণয় নিয়েছেন দুই উইকেট আর মুকেশের ঝুলিতে গিয়েছে আরো তিনখানা। অন্যদিকে ব্যাটারদের মাঝে শ্রেয়াস আইয়ার ছিলেন সবচেয়ে সফল, তাঁর ব্যাট থেকে এসেছে পপঞ্চাশোর্ধ ইনিংস।