প্রতিবারের মতই আলো ঝলমলে এক পরিবেশে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠান। দেশি-বিদেশি তারকাদের দলে ভেড়াতে কাড়ি কাড়ি অর্থ খরচ করতে দ্বিধা করছেন না ফ্রাঞ্চাইজি মালিকেরা। তবে অন্যান্যবারের মত এবার বাংলাদেশে খুব একটা রোমাঞ্চ নেই, কেননা প্রতিবার যার দল পাওয়া নিশ্চিত থাকে সেই সাকিব আল হাসান এবার নেই নিলামের তালিকায়।
টি-টোয়েন্টি লিগগুলোতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া সাকিব নাম দেননি আইপিএলে। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা, না থেকেও আছেন তিনি। মূলত প্রি-অকশন লাইভে কথা বলতে গিয়ে ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে তাঁর কথা উল্লেখ করেন।
২০২২ সালের নিলামের আগে সাকিবকে নিয়ে তাঁর দল পাঞ্জাব কিংসের পরিকল্পনার কথা জানিয়েছেন এই সাবেক তারকা। কিন্তু বাংলাদেশী এই ক্রিকেটারকে কতদিনের জন্য পাওয়া যাবে সেই সংশয় তাঁদের পরিকল্পনাকে ভজকট করে দেয়।
তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সাকিব আল হাসান, আরো কয়েকটা দলেরও চোখ ছিল তাঁর দিকে। নিলাম কক্ষে প্রবেশের আগ পর্যন্ত সে পুরো মৌসুমের এভেইএলএবল এমনটাই জেনেছিলাম, তাই তাঁকে ঘিরে দল সাজানোর পরিকল্পনা করি। কিন্তু ভিতরে গিয়ে শুনি সাকিব কেবল নির্দিষ্ট একটা সময় খেলতে পারবে।’
এর ফলে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এবং এর পাশাপাশি অল্প সময়ে নতুন পরিকল্পনা করতে হয়েছে পাঞ্জাবকে। যার প্রভাব পড়েছে নিলামের বাকি অংশে। এছাড়া সেই মেগা নিলামে দল পাননি এই বাঁ-হাতি অলরাউন্ডার। দুইদিন ব্যাপী আয়োজিত নিলামে কোন ফ্রাঞ্চাইজিই কয়েক ম্যাচের জন্য তাঁকে নিতে চায়নি।
সেসময় সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন আইপিএলের কয়েকটি দল টাইগার পোস্টার বয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। কিন্তু বাংলাদেশের দলের সিরিজ থাকায় পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ ছিল না তাঁর সামনে, আর সেজন্যই অবিক্রীত থেকে গিয়েছেন তিনি; যদিও পরের মৌসুমে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল তাঁকে।