চার বছর টেস্ট দলে ফিরেই ম্যাচ সেরা মার্শ!

চার বছর পর পার্থ টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট ক্যারিয়ারে যেন একটা পুণর্জাগরণ ঘটালেন এ অজি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৬০ রানের ব্যবধানে জয় পাওয়া ম্যাচে ৯০ ও ৬৩ রানের দুটি ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

চোট আর অফফর্ম মিলিয়ে ফিকে হতে বসেছিল মিশেল মার্শের সাদা পোষাকের ক্যারিয়ার। ২০১৮ সালের পর সুযোগটাই ঠিকমতো মিলছিল না। একটা সময় পর আশাও ছেড়ে দিয়েছিলেন।

তবে, চার বছর পর পার্থ টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেট ক্যারিয়ারে যেন একটা পুণর্জাগরণ ঘটালেন এ অজি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৬০ রানের ব্যবধানে জয় পাওয়া ম্যাচে ৯০ ও ৬৩ রানের দুটি ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

মার্শের এমন দুর্দান্ত প্রত্যাবর্তনে দারুণ খুশি অধিনায়ক প্যাট কামিন্সও। সময়ের সাথে মার্শ যে পরিণত ক্রিকেটার হয়ে উঠছেন, তা জানিয়ে অজি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, সে এখন সব ফরম্যাটে খাপ খাইয়ে নিতে পারছে। সে জানে কীভাবে উইকেটে থাকতে হয়, কীভাবে রান করতে হয়। তাঁর এমন ফেরাটা আমাদের জন্য দারুণ।’

অস্ট্রেলিয়ান এ অধিনায়ক আরো যোগ করে বলেন, ‘টেস্ট ক্রিকেটের নিজস্ব একটা টেমপ্লেট আছে। মার্শ সেটিতে ধাতস্থ হয়েই দলে ফিরেছে। ওর গেমসেন্স আগে থেকেই ভাল ছিল। তবে টেস্ট ক্রিকেট ওকে আরো বেশি পরিণত করছে, সামনেও করবে।’

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে চারদিনের মাঝেই আত্মসমর্পণ করেছে পাকিস্তান। এ নিয়ে ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় খেলা ১৫ টি টেস্টেই সবকটিতেই হারের স্বাক্ষী হতে হলো পাকিস্তানকে।

বড় হারের পর এবার মন্থর ওভার রেটের কারণে জরিমানা ও পয়েন্ট কর্তনের শাস্তি পেয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ পয়েন্ট কাটা গেছে দলটির।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...