হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিনের খোঁজে ওয়ার্নার

টেস্ট ক্যাপ ক্রিকেটারদের কাছে বিশেষ কিছু। মর্যাদার ফরম্যাটে খেলার স্মৃতি কেই বা চাইবেন নষ্ট করতে! এটা বিশেষ কিছু বলেই খেলোয়াড়েরা চান যত্নে তুলে রাখতে।

সবচেয়ে কঠিন ফরম্যাট, খেলতে পারেন না সবাই। প্রয়োজন কঠোর পরিশ্রমের। সাদা পোশাকের সাথে এক একটা টুপি যেন সেই কঠোর পরিশ্রমের সাক্ষী। সেটা যদি হারিয়ে যায় তাহলে খারাপ লাগারই কথা। ডেভিড ওয়ার্নারের কেমন লাগছে তা অনুমেয়।

লাল বলের খেলা ছেড়ে দেবেন এই সিরিজ শেষে সেটা পুরনো খবর। শেষ ম্যাচ খেলতে যাচ্ছিলেন মেলবোর্ন থেকে সিডনি। সেই বিমান যাত্রাতেই হারিয়েছে তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ। বিমানে ব্যাকপ্যাক-সহ চুরি গেছে সম্মানের এই নিদর্শন।

অস্ট্রেলীয় ক্রিকেটারদের কাছে অনেক মর্যাদার ব্যাগি গ্রিন। অভিষেকে পাওয়া ক্যাপ তুলে ধরে তাঁদের মাহাত্ম্য, গর্ব আর ত্যাগের। সেটা যে কতোটা, তা বোঝা গেছে ওয়ার্নারের ইন্সটাগ্রাম পোস্ট দেখেই।

তিনি লিখেছেন, ‘আমার ব্যাকপ্যাক যেটায় আমার ব্যাগি গ্রিন ক্যাপটি ছিল সেটা হারিয়ে গেছে যেটা কিছুদিন আগে মেলবোর্ন এয়ারপোর্টে নেওয়া হয়ছিল এবং এয়ার কান্তাসে সিডনিতে যাচ্ছিল। কান্তাস তাঁদের সিসিটিভি ফুটেজ চেক করেছে এবং আমাদের ব্যাগ খুলে ব্যাকপ্যাক নেওয়ার কোনো ফুটেজ পায়নি। তবে তাঁদের এমন জায়গা আছে যা সিসিটিভির আওতায় নেই।’

এরপরে তিনি বিনীত অনুরোধ করেছেন ব্যাকপ্যাক ফিরিয়ে দিতে, ‘আপনি যদি সেই মানুষটি হন, যিনি হয় এয়ারপোর্ট থেকে আনা নেওয়া করা কোম্পানির ড্রাইভার হন অথবা কান্তাসের কেউ হন যেকোনো কারণে, যদি আপনি ব্যাকপ্যাক চান, তাহলে আপনাকে দেওয়ার জন্য আমার কাছে আছে। তবে আমি অনেক কৃতজ্ঞ থাকব যদি এটা ফিরিয়ে দিন যত দ্রুত সম্ভব। ধন্যবাদ।’

ওয়ার্নারের বিদায়ী টেস্ট শুরু হবে জানুয়ারির ৩ তারিখ থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। বিদায়বেলায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর কপালে তাই চিন্তার ভাঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link