মাত্র পাঁচ সেশনেই শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথমদিন ২৩ উইকেট পতনের পরেই দ্রুত সমাপ্তির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হয়েছে স্রেফ ৬৪২ বল – আর এর ফলে টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী ম্যাচের রেকর্ড নতুন করে লিখতে হয়েছে।
টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের শুরু থেকেই পেস বোলারদের দাপট শুরু হয়েছিল। সেই দাপট অব্যাহত ছিল বাকিটা সময়; এমন উইকেটকে তাই বিপদজনক বলছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যদিও এখানে খেলতে আপত্তি নেই তাঁর, সেই সাথে অবশ্য এশিয়ান স্পিন বান্ধবকে পিচকে খারাপ চোখে দেখা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এই ওপেনার বলেন, ‘যতক্ষণ না সবাই ভারতের উইকেটগুলো নিয়ে তাঁদের মুখ বন্ধ রাখে, ততক্ষণ এইরকম পিচে খেলতে আপত্তি করব না। হ্যাঁ এটা বিপজ্জনক, কিন্তু আপনি এখানে (দক্ষিণ আফ্রিকা) নিজেকে চ্যালেঞ্জ করতে এসেছেন এবং আপনাকে অবশ্যই এমন পেস আর বাউন্সের মুখোমুখি হতে হবে।’
এই তারকা বিশ্বাস করেন যে, বিভিন্ন দেশে ম্যাচ রেফারিরা যেভাবে পিচ রেট করেন তাতে অসঙ্গতি রয়েছে। তিনি বলেন, ‘ভারতে যখন প্রথম দিনে স্পিন হয় তখনি লোকেরা সমালোচনা শুরু করে।
কিন্তু আমাদের, বিশেষ করে ম্যাচ রেফারিকে নিরপেক্ষ থাকতে হবে। আমি এখনো বিশ্বাস করতে পারিনি বিশ্বকাপ ফাইনালের পিচকে ‘বিলো এভারেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।’
এই ডানহাতি আরো যোগ করেন যে স্পিন অথবা পেস বিবেচনা করে পিচ বিচার করা উচিত নয়। তাই তিনি বলেন, ‘সবাই জানে ভারতে স্পিন ভাল হয়। কিন্তু প্রথম থেকে স্পিন হলে কারো পছন্দ হয় না। অথচ এখানে পেসাররা অতিরিক্ত সুবিধা পেলেও সেটা ঠিক – এটা মোটেই ফেয়ার নয়।’